পরীক্ষণ হলে আজ ‘তৃতীয় একজন’

আজ ১২ অক্টোবর, ২০২১ ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২১’ এর শেষ দিনে জাতীয় নাট্যশালার পরীক্ষণ হলে হলে সন্ধ্যা ৭টায় শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র ‘তৃতীয় একজন’ নাটকের মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন সমীর দাশ গুপ্ত নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটিতে অভিনয় করেছেন- অনন্ত হিরা ও রওশন জান্নাত রুশনী। নাটকটিতে আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা করেছেন আলি আহম্মেদ মুকুল, আবহসংগীত পরিকল্পনা করেছেন রমিজ রাজু ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, করিওগ্রাফী করেছেন ইষ্টের সুমী, প্রযোজনা অধিকর্তা খোরশেদুল আলম।

দুজন নিঃসঙ্গ একাকী মানুষের জীবনে তৃতীয় একজন মানুষের আবির্ভাবের ফলে সৃষ্ট এক তীব্র জটিল নাটকীয়তার নাটক ‘তৃতীয় একজন’।

এই নাটক ছাড়াও আজকেনাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে জয়যাত্রার ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ নাটক।জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে বিকেল ৪টা থেকে পরিবেশন হবে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টুসের নৃত্যনাট্য ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ ও মুক্তধারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আবৃত্তি প্রযোজনা ‘বাঙালি-বাংলাদেশ-বঙ্গবন্ধু’। নাট্যশালার লবির সামনে উন্মুক্ত মঞ্চে আজ শুধু থাকছে বাউল গান।

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ , ২৭ আশ্বিন ১৪২৮ ০৪ রবিউল আউয়াল ১৪৪৩

পরীক্ষণ হলে আজ ‘তৃতীয় একজন’

বিনোদন প্রতিবেদক

image

আজ ১২ অক্টোবর, ২০২১ ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২১’ এর শেষ দিনে জাতীয় নাট্যশালার পরীক্ষণ হলে হলে সন্ধ্যা ৭টায় শব্দ নাট্যচর্চা কেন্দ্র’র ‘তৃতীয় একজন’ নাটকের মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন সমীর দাশ গুপ্ত নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটকটিতে অভিনয় করেছেন- অনন্ত হিরা ও রওশন জান্নাত রুশনী। নাটকটিতে আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা করেছেন আলি আহম্মেদ মুকুল, আবহসংগীত পরিকল্পনা করেছেন রমিজ রাজু ও পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ, করিওগ্রাফী করেছেন ইষ্টের সুমী, প্রযোজনা অধিকর্তা খোরশেদুল আলম।

দুজন নিঃসঙ্গ একাকী মানুষের জীবনে তৃতীয় একজন মানুষের আবির্ভাবের ফলে সৃষ্ট এক তীব্র জটিল নাটকীয়তার নাটক ‘তৃতীয় একজন’।

এই নাটক ছাড়াও আজকেনাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে জয়যাত্রার ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ নাটক।জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে বিকেল ৪টা থেকে পরিবেশন হবে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টুসের নৃত্যনাট্য ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ ও মুক্তধারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আবৃত্তি প্রযোজনা ‘বাঙালি-বাংলাদেশ-বঙ্গবন্ধু’। নাট্যশালার লবির সামনে উন্মুক্ত মঞ্চে আজ শুধু থাকছে বাউল গান।