পূজায় রাজীব মণির চার নাটক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজীব মণি দাসের চারটি নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে আজ ১২ অক্টোবর ২০২১ রাজীব মণি দাসের রচনায় একুশে টিলিভিশনে রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘শুভ বিজয়া’। ১৫ অক্টোবর রাত ৮টায় দশমীর পূজায় এসএ টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বিসর্জন’। দুটি নাটকই পরিচালনা করেছেন সঞ্জয় রাজ। অন্যদিকে চ্যানেল নাইনে দশমীর পূজায় দিন রাত ১০টায় সম্প্রচার হবে পরিচালনায় আল হারুনের পরিচালনায় নাটক ‘বাঁশি’। তিনটি নাটকই প্রযোজনা করেছেন অরোরা এ্যাড মিডিয়া। অপর দিকে ১৩ অক্টোবর স্বপ্নের কারিগর ইউটিউব চ্যানেলে বিকাল ৩টায় রিলিজ হবে রাজীব মণি দাসের রচনায় ও হারুন রুশো’র পরিচালনায় ‘ইটালিয়ান জামাই’ নাটক।

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ , ২৭ আশ্বিন ১৪২৮ ০৪ রবিউল আউয়াল ১৪৪৩

পূজায় রাজীব মণির চার নাটক

বিনোদন প্রতিবেদক

image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজীব মণি দাসের চারটি নাটক প্রচার হচ্ছে। এর মধ্যে আজ ১২ অক্টোবর ২০২১ রাজীব মণি দাসের রচনায় একুশে টিলিভিশনে রাত ১০টায় প্রচার হবে বিশেষ নাটক ‘শুভ বিজয়া’। ১৫ অক্টোবর রাত ৮টায় দশমীর পূজায় এসএ টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘বিসর্জন’। দুটি নাটকই পরিচালনা করেছেন সঞ্জয় রাজ। অন্যদিকে চ্যানেল নাইনে দশমীর পূজায় দিন রাত ১০টায় সম্প্রচার হবে পরিচালনায় আল হারুনের পরিচালনায় নাটক ‘বাঁশি’। তিনটি নাটকই প্রযোজনা করেছেন অরোরা এ্যাড মিডিয়া। অপর দিকে ১৩ অক্টোবর স্বপ্নের কারিগর ইউটিউব চ্যানেলে বিকাল ৩টায় রিলিজ হবে রাজীব মণি দাসের রচনায় ও হারুন রুশো’র পরিচালনায় ‘ইটালিয়ান জামাই’ নাটক।