সবার ভালোবাসা চান আল আমিন খান

বর্তমান প্রজন্মের সুরকার ও সঙ্গীত পরিচালক আল আমিন খান। কাজ করছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীসহ নতুনদের সাঙ্গেও। যাদের মধ্যে আছেন- কণ্ঠশিল্পী আসরাফ উদাস, মনির খান, ইমন খান, নোলক বাবু, কামরুজ্জামান রাব্বি, রিংকু প্রমিত কুমার, আশিক, সোহেল মেহেদি, শান্ত’সহ আরও অনেক। এ পর্যন্ত তার সুর এবং মিউজিক করা গানের সংখ্যা এক হাজারের উপরে। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল ‘রংধনু মিউজিক’ দিয়েও ভালো সাড়া পাচ্ছেন জানালেন। দর্শক শ্রোতাদের ভালো ভালো কাজ উপহার সুনাম অর্জন করতে চান দেশ থেকে দেশের বাইরেও। এদিকে আজ এই আজ তার জন্মদিন। জন্মদিন নিয়ে আমিন খান বলেন, ‘সবার ভালোবাসা নিয়েই সামনের দিনগুলো পার করতে চাই। আমি যাই করি; ভেবে চিন্তে করি। বাজারে আমার অনেক গান জনপ্রিয় হয়েছে। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি। তবে আমি দুজন মানুষকে এখনও স্মরণ করি একজন ইরফান টিপু এবং আরেকজন আলি আফতাব লনী। উনারা আমার সংগীতের গুরু। উনাদের কারণেই আজ আমি এত ভালোবাসা পাচ্ছি। সামনে আরো অনেকগুলো নতুন কাজ আসছে। আশা করছি সেই কাজগুলোও সবার হৃদয়ে জায়গা পাবে’।

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ , ২৭ আশ্বিন ১৪২৮ ০৪ রবিউল আউয়াল ১৪৪৩

সবার ভালোবাসা চান আল আমিন খান

বিনোদন প্রতিবেদক

image

বর্তমান প্রজন্মের সুরকার ও সঙ্গীত পরিচালক আল আমিন খান। কাজ করছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীসহ নতুনদের সাঙ্গেও। যাদের মধ্যে আছেন- কণ্ঠশিল্পী আসরাফ উদাস, মনির খান, ইমন খান, নোলক বাবু, কামরুজ্জামান রাব্বি, রিংকু প্রমিত কুমার, আশিক, সোহেল মেহেদি, শান্ত’সহ আরও অনেক। এ পর্যন্ত তার সুর এবং মিউজিক করা গানের সংখ্যা এক হাজারের উপরে। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেল ‘রংধনু মিউজিক’ দিয়েও ভালো সাড়া পাচ্ছেন জানালেন। দর্শক শ্রোতাদের ভালো ভালো কাজ উপহার সুনাম অর্জন করতে চান দেশ থেকে দেশের বাইরেও। এদিকে আজ এই আজ তার জন্মদিন। জন্মদিন নিয়ে আমিন খান বলেন, ‘সবার ভালোবাসা নিয়েই সামনের দিনগুলো পার করতে চাই। আমি যাই করি; ভেবে চিন্তে করি। বাজারে আমার অনেক গান জনপ্রিয় হয়েছে। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি। তবে আমি দুজন মানুষকে এখনও স্মরণ করি একজন ইরফান টিপু এবং আরেকজন আলি আফতাব লনী। উনারা আমার সংগীতের গুরু। উনাদের কারণেই আজ আমি এত ভালোবাসা পাচ্ছি। সামনে আরো অনেকগুলো নতুন কাজ আসছে। আশা করছি সেই কাজগুলোও সবার হৃদয়ে জায়গা পাবে’।