যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের ‘ইতিবাচক’ আলোচনা

কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবানের ইতিবাচক আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটির প্রতিনিধি দল। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন তারা।

দোহায় দুইপক্ষের আলোচনা শেষে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক নাতাশা গোনিয়েম জানান, মার্কিনি পক্ষ আলোচনা শেষে বিস্তারিত কিছু জানাতে চায়নি। কিন্তু আফগান প্রতিনিধি দল জানিয়েছে দুই দিনের আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। তিনি বলেন, ‘তারা আশা করছেন এর মাধ্যমে আফগান সরকারের স্বীকৃতির রাস্তা খুলবে- কেবল যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি ওই আলোচনায় নেতৃত্ব দেন। মূলত আর্থিক সহায়তা খুঁজতেই দোহায় পৌঁছেছেন তিনি। তবে আফগানিস্তানের জন্য অর্থ সহায়তা নিয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এটাই প্রথম মুখোমুখি বৈঠক। ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে গত ৩০ আগস্ট আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ , ২৭ আশ্বিন ১৪২৮ ০৪ রবিউল আউয়াল ১৪৪৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের ‘ইতিবাচক’ আলোচনা

কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তালেবানের ইতিবাচক আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটির প্রতিনিধি দল। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন তারা।

দোহায় দুইপক্ষের আলোচনা শেষে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক নাতাশা গোনিয়েম জানান, মার্কিনি পক্ষ আলোচনা শেষে বিস্তারিত কিছু জানাতে চায়নি। কিন্তু আফগান প্রতিনিধি দল জানিয়েছে দুই দিনের আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। তিনি বলেন, ‘তারা আশা করছেন এর মাধ্যমে আফগান সরকারের স্বীকৃতির রাস্তা খুলবে- কেবল যুক্তরাষ্ট্রের স্বীকৃতি নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি ওই আলোচনায় নেতৃত্ব দেন। মূলত আর্থিক সহায়তা খুঁজতেই দোহায় পৌঁছেছেন তিনি। তবে আফগানিস্তানের জন্য অর্থ সহায়তা নিয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের এটাই প্রথম মুখোমুখি বৈঠক। ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে গত ৩০ আগস্ট আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্র।