সূচক ও শেয়ারদর কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

আগের কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩১৩.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭.৪০ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৫.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৭৪৯.৮৮ পয়েন্টে এবং এক হাজার ৫৯১.০৪ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৮৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকা। ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির বা ২৪.৪৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪৪টির বা ৬৫.০৭ শতাংশের এবং ৩৮টির বা ১০.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৬০.৮৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ২০৬টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৩ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩৬ লাখ ৫০ হাজার ৬২০টি শেয়ার ৫৮ বার হাত বদলের মাধ্যমে ২২ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার পাওয়ার গ্রিডের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬১ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন হয়েছে যমুনা অয়েলের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৪টির বা ৬৫.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬২.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫০.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১২.২০ টাকা বা ৭.৫১ শতাংশ কমেছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ৬.৫৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৯১ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.৮৪ শতাংশ, এমবি ফার্মার ৫.৫৫ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫.৫১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.১৬ শতাংশ, সী পার্লের ৪.৬৮ শতাংশ এবং লাভেলোর শেয়ার দর ৪.৫২ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩টির বা ২৪.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকে শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ৭.৬৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৩১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.২৬ শতাংশ, ইনটেকের ৭.২০ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৬.৭০ শতাংশ, সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৬.০৪ শতাংশ, বিকন ফার্মার ৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.৮৫ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৪.৯৯ শতাংশ বেড়েছে।

বুধবার, ১৩ অক্টোবর ২০২১ , ২৮ আশ্বিন ১৪২৮ ০৫ রবিউল আউয়াল ১৪৪৩

সূচক ও শেয়ারদর কমলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩১৩.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭.৪০ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৫.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৭৪৯.৮৮ পয়েন্টে এবং এক হাজার ৫৯১.০৪ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৮৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ২৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকা। ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির বা ২৪.৪৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪৪টির বা ৬৫.০৭ শতাংশের এবং ৩৮টির বা ১০.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৬০.৮৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দর বেড়েছে, কমেছে ২০৬টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৩ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩৬ লাখ ৫০ হাজার ৬২০টি শেয়ার ৫৮ বার হাত বদলের মাধ্যমে ২২ কোটি ৭০ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ২০ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার পাওয়ার গ্রিডের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬১ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন হয়েছে যমুনা অয়েলের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৪টির বা ৬৫.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬২.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫০.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১২.২০ টাকা বা ৭.৫১ শতাংশ কমেছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইলের ৬.৫৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৯১ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.৮৪ শতাংশ, এমবি ফার্মার ৫.৫৫ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫.৫১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.১৬ শতাংশ, সী পার্লের ৪.৬৮ শতাংশ এবং লাভেলোর শেয়ার দর ৪.৫২ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩টির বা ২৪.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকে শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ৭.৬৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৩১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.২৬ শতাংশ, ইনটেকের ৭.২০ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৬.৭০ শতাংশ, সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৬.০৪ শতাংশ, বিকন ফার্মার ৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.৮৫ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৪.৯৯ শতাংশ বেড়েছে।