শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের অন্তর্বর্তী জামিন

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জন। গতকাল আইনজীবীর মাধ্যমে ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক মো. মনজুরুল ইমাম দশ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- প্রতিষ্ঠানের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।

ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর এই মামলাটি দায়ের করেন। গত ১২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ , ২৯ আশ্বিন ১৪২৮ ০৬ রবিউল আউয়াল ১৪৪৩

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের অন্তর্বর্তী জামিন

আদালত বার্তা পরিবেশক

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জন। গতকাল আইনজীবীর মাধ্যমে ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ভারপ্রাপ্ত বিচারক মো. মনজুরুল ইমাম দশ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- প্রতিষ্ঠানের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।

ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর এই মামলাটি দায়ের করেন। গত ১২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।