হবিগঞ্জে পাঁচ মণ্ডপে হামলা তৎপর পুলিশ-র‌্যাব-বিজিবি

কুমিল্লার ঘটনায় সারাদেশের মতো হবিগঞ্জেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জেলার বিভিন্ন স্থানে হয়েছে হামলা, ভাংচুর করা হয়েছে। হয়েছে বিক্ষোভ মিছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃংখলা বাহিনী। মন্ডপে মন্ডপে টহল দিচ্ছে পুলিশ। মাঠে রয়েছে র‌্যাব-বিজিবির বিশেষ টিম।

হবিগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক কুমার চন্দ জানান, গত বুধবার রাতে উপজেলার ৫টি মন্ডপে হামলা, ভাংচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলায় মন্ডপের গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নবীগঞ্জ শহরে গত বুধবার রাতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান জানান, সন্ধ্যায় পুটিজুরি বাজারে শান্তিপূর্ন বিক্ষোভ মিছিল হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে গোটা উপজেলার পরিস্থিতি ছিল স্বাভাবিক।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, কিছু উছশৃঙ্খল প্রকৃতির লোক কয়েকটি মন্ডপে সামনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এছাড়া পুরো উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে।

র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, র‌্যাবের দুটি বিশেষ টিম মণ্ডপে মণ্ডপে টহল দিচ্ছে। মাঠে রয়েছে সাদা পোষাকধারী র‌্যাব। দু/একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, অনাকাক্সিক্ষত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবিও মোতায়েন রয়েছে।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ , ৩১ আশ্বিন ১৪২৮ ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

হবিগঞ্জে পাঁচ মণ্ডপে হামলা তৎপর পুলিশ-র‌্যাব-বিজিবি

মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ

image

হবিগঞ্জ : সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিজিবির টহল -সংবাদ

কুমিল্লার ঘটনায় সারাদেশের মতো হবিগঞ্জেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জেলার বিভিন্ন স্থানে হয়েছে হামলা, ভাংচুর করা হয়েছে। হয়েছে বিক্ষোভ মিছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃংখলা বাহিনী। মন্ডপে মন্ডপে টহল দিচ্ছে পুলিশ। মাঠে রয়েছে র‌্যাব-বিজিবির বিশেষ টিম।

হবিগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক কুমার চন্দ জানান, গত বুধবার রাতে উপজেলার ৫টি মন্ডপে হামলা, ভাংচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলায় মন্ডপের গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নবীগঞ্জ শহরে গত বুধবার রাতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান জানান, সন্ধ্যায় পুটিজুরি বাজারে শান্তিপূর্ন বিক্ষোভ মিছিল হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে গোটা উপজেলার পরিস্থিতি ছিল স্বাভাবিক।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, কিছু উছশৃঙ্খল প্রকৃতির লোক কয়েকটি মন্ডপে সামনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এছাড়া পুরো উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে।

র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, র‌্যাবের দুটি বিশেষ টিম মণ্ডপে মণ্ডপে টহল দিচ্ছে। মাঠে রয়েছে সাদা পোষাকধারী র‌্যাব। দু/একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, অনাকাক্সিক্ষত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবিও মোতায়েন রয়েছে।