বেতারের দ্ইু গানে স্বীকৃতি

সঙ্গীতশিল্পী স্বীকৃতি বাংলাদেশ বেতারের জন্য নতুন দু’টি গান গেয়েছেন। গান দু’টি লিখেছেন ও সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। দু’টি গান নিয়ে ভীষণ আশাবাদী স্বীকৃতি। স্বীকৃতি বলেন, ‘আব্দুল আউয়াল ভাই সুরে দু’টি  গানই আমার ভীষণ ভালো লেগেছে। কিছু গানের প্রতি একটু বেশি ভালোলাগা কাজ করে। এই গান দু’টি ঠিক তেমনি দু’টি গান। শব্দ প্রকৌশলী বন্ধু রুবেল খুব যতœবান ভয়েজ নেবার ব্যাপারে। আশা করছি গান দু’টি প্রচারের পর শ্রোতাদের ভালো লাগবে।’ এছাড়াও স্বীকৃতি জানান শিগগিরই তিনি রনক রায়হানের কথা ও সুরে নতুন আরেকটি গানে কণ্ঠ দিবেন।  সম্প্রতি ধ্রব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয় স্বীকৃতির গাওয়া ‘চন্দ্রাবতী’ গানটি। তার প্রথম একক অ্যালবাম ছিলো ‘হৃদয়ের শিহরণ’। ‘মায়ের সম্মান’ সিনেমা তিনি প্রথম প্লেব্যাক করেন।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ , ৩১ আশ্বিন ১৪২৮ ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

বেতারের দ্ইু গানে স্বীকৃতি

বিনোদন প্রতিবেদক

image

সঙ্গীতশিল্পী স্বীকৃতি বাংলাদেশ বেতারের জন্য নতুন দু’টি গান গেয়েছেন। গান দু’টি লিখেছেন ও সুর করেছেন এস এম আব্দুল আউয়াল। দু’টি গান নিয়ে ভীষণ আশাবাদী স্বীকৃতি। স্বীকৃতি বলেন, ‘আব্দুল আউয়াল ভাই সুরে দু’টি  গানই আমার ভীষণ ভালো লেগেছে। কিছু গানের প্রতি একটু বেশি ভালোলাগা কাজ করে। এই গান দু’টি ঠিক তেমনি দু’টি গান। শব্দ প্রকৌশলী বন্ধু রুবেল খুব যতœবান ভয়েজ নেবার ব্যাপারে। আশা করছি গান দু’টি প্রচারের পর শ্রোতাদের ভালো লাগবে।’ এছাড়াও স্বীকৃতি জানান শিগগিরই তিনি রনক রায়হানের কথা ও সুরে নতুন আরেকটি গানে কণ্ঠ দিবেন।  সম্প্রতি ধ্রব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয় স্বীকৃতির গাওয়া ‘চন্দ্রাবতী’ গানটি। তার প্রথম একক অ্যালবাম ছিলো ‘হৃদয়ের শিহরণ’। ‘মায়ের সম্মান’ সিনেমা তিনি প্রথম প্লেব্যাক করেন।