বাউল সম্রাট লালন শাহ’র তিরোধান দিবস আজ

মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উদযাপন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তবে করোনা মহামারীর কারণে এবারও দিবসটি পালন করা হচ্ছে না তার কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়ায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে লালন ফকিরের ১৩১তম তিরোধান দিবস আজ একাডেমির বাউলকুঞ্জে লালন স্মরোণোৎসব, সম্মাননা প্রদান এবং ৩১তম সাধুমেলার আয়োজন করা হয়েছে।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে সন্ধ্যা ছয়টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির সচিব মো আছাদুজ্জামান এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ফকির নহীর শাহ ও দেবোরাহ্ জান্নাত। এছাড়া শফি মণ্ডল, কাঙালিনী সুফিয়া, সমির বাউল, পাগলা বাবলু, মৌসুমি আক্তার সালমা, সুলতানা ইয়াসমিন লায়লা, নাসরিন আক্তার বিউটি, সোহাইলা আফসানা ইকো ও শিল্পকলা একাডেমির বাউল দল সাঁইজির ভাববাণী পরিবেশন করবেন।

এদিকে করোনার কারণে এবারও লালনের তিরোধান দিবস পালন হচ্ছে না বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, ১ কার্তিক, মরমী সাধক বাউল স¤্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের স্বরনোৎসব পালন করা হচ্ছে না। গত মঙ্গলবার এক প্রেসব্রিফিং-এ ঘোষণা দেন তিনি।

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনায় ৭৭২ জন রোগী মৃত্যুবরণ করেছেন এবং এখনও কিছু মানুষ করোনা আক্রান্ত অবস্থায় রয়েছেন। এ অবস্থায় কুষ্টিয়ায় এখনও গণজমায়েতে সরকারি বিধি-নিষেধ আরোপ থাকায় এ বছরও লালন স্মরণোৎসব পালন করা সম্ভব হচ্ছে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, এনডিসি সবুজ হাসান, জেলা প্রশাসকের স্টাফ অফিসার আহমেদ সাদাত, লালন একাডেমির এডহক কমিটির সদস্য তাইজাল আলী খান ও অ্যাডভোকেট শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাধু, বাউল ও ভক্তরা এ অনুষ্ঠান ঘিরে আগেই অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাঁইজির আখড়ার। প্রতিবারের মতো দিনক্ষণ ঠিক রেখে এবারও কিছু ভক্ত ছুটে এসেছিলেন আখড়াবাড়িতে। ১৩১ বছর আগে, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক এই সাধকের মৃত্যুর পর প্রথমে ছেঁউড়িয়ার আখড়া কমিটি ও পরে লালন একাডেমির উদ্যোগে এই লালন স্মরনোৎসব হয়ে আসছে। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে গত বছর থেকে এতদিনের সেই রেওয়াজ ভাঙতে হয়।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালন শাহ দেহ ত্যাগ করেন। এরপর থেকেই কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে লালন তিরোধান দিবস। অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছর ছেঁউড়িয়ায় সমাগম হয় হাজার হাজার মানুষের।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ , ৩১ আশ্বিন ১৪২৮ ০৮ রবিউল আউয়াল ১৪৪৩

বাউল সম্রাট লালন শাহ’র তিরোধান দিবস আজ

নিজস্ব বার্তা পরিবেশক, কুষ্টিয়া

মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উদযাপন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তবে করোনা মহামারীর কারণে এবারও দিবসটি পালন করা হচ্ছে না তার কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়ায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে লালন ফকিরের ১৩১তম তিরোধান দিবস আজ একাডেমির বাউলকুঞ্জে লালন স্মরোণোৎসব, সম্মাননা প্রদান এবং ৩১তম সাধুমেলার আয়োজন করা হয়েছে।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে সন্ধ্যা ছয়টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির সচিব মো আছাদুজ্জামান এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ফকির নহীর শাহ ও দেবোরাহ্ জান্নাত। এছাড়া শফি মণ্ডল, কাঙালিনী সুফিয়া, সমির বাউল, পাগলা বাবলু, মৌসুমি আক্তার সালমা, সুলতানা ইয়াসমিন লায়লা, নাসরিন আক্তার বিউটি, সোহাইলা আফসানা ইকো ও শিল্পকলা একাডেমির বাউল দল সাঁইজির ভাববাণী পরিবেশন করবেন।

এদিকে করোনার কারণে এবারও লালনের তিরোধান দিবস পালন হচ্ছে না বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, ১ কার্তিক, মরমী সাধক বাউল স¤্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের স্বরনোৎসব পালন করা হচ্ছে না। গত মঙ্গলবার এক প্রেসব্রিফিং-এ ঘোষণা দেন তিনি।

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনায় ৭৭২ জন রোগী মৃত্যুবরণ করেছেন এবং এখনও কিছু মানুষ করোনা আক্রান্ত অবস্থায় রয়েছেন। এ অবস্থায় কুষ্টিয়ায় এখনও গণজমায়েতে সরকারি বিধি-নিষেধ আরোপ থাকায় এ বছরও লালন স্মরণোৎসব পালন করা সম্ভব হচ্ছে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, এনডিসি সবুজ হাসান, জেলা প্রশাসকের স্টাফ অফিসার আহমেদ সাদাত, লালন একাডেমির এডহক কমিটির সদস্য তাইজাল আলী খান ও অ্যাডভোকেট শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাধু, বাউল ও ভক্তরা এ অনুষ্ঠান ঘিরে আগেই অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাঁইজির আখড়ার। প্রতিবারের মতো দিনক্ষণ ঠিক রেখে এবারও কিছু ভক্ত ছুটে এসেছিলেন আখড়াবাড়িতে। ১৩১ বছর আগে, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক এই সাধকের মৃত্যুর পর প্রথমে ছেঁউড়িয়ার আখড়া কমিটি ও পরে লালন একাডেমির উদ্যোগে এই লালন স্মরনোৎসব হয়ে আসছে। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে গত বছর থেকে এতদিনের সেই রেওয়াজ ভাঙতে হয়।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালন শাহ দেহ ত্যাগ করেন। এরপর থেকেই কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে লালন তিরোধান দিবস। অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছর ছেঁউড়িয়ায় সমাগম হয় হাজার হাজার মানুষের।