বকশিগঞ্জে মুক্তিযোদ্ধার দোকান দখল করে নির্বাচন অফিস

জামালপুরের বকশিগঞ্জে মুক্তিযোদ্ধার দোকান দখল করে স্থানীয় ইউপি নির্বাচনের অফিস স্থাপনের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। ঘটনার দিনই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাস্টার ।

বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী বাজারে গত বুধবার ভোর ৫টার দিকে দোকানটি দখল করা হয়।

মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাস্টার জানান, কামালেরবার্ত্তী বাজারে আধাপাকা ঘরটিতে সরকারি বিধি মোতাবেক ১৯৯৭ সাল থেকে মুদির দোকান পরিচালনা করে আসছিলেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় গত ৬ মাস যাবত দোকানটি বন্ধ রেখেছিলেন। এই সুযোগে গত বুধবার ভোরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবু ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে দোকানের তালা ভেঙ্গে নির্বাচন অফিস স্থাপন করেন।

তিনি আরও জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বেগতিক দেখে ফিরে আসেন তিনি। দোকানে অল্প কিছু মালামাল থাকায় বেশি ক্ষতি হয়নি তার। ঘটনার দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবু মোবাইল ফোনে বলেন, ঘরটি বাংলাদেশ সরকারের। মুক্তিযোদ্ধা অসুস্থ থাকায় গত ৪-৫ বছর যাবত বন্ধ রয়েছে। ঘরের চাল, দেয়াল সবকিছু নষ্ট হয়ে গেছে। স্থানীয় কয়েকজন যুবক ঘরটি খুলে ইউনিয়ন তাতী লীগের একটি অফিস স্থাপন করে। আমি শুনার পর সেই যুবকদের শাসন করি।

তিনি আরও বলেন, আমি গত দুই দিন যাবত ভোরে জামালপুর যাই এবং মধ্য রাতে বকশিগঞ্জে ফিরে আসি। এই এলাকার সবাই জানে আমি কেমন? সত্য ঘটনা হচ্ছে কয়েকজন যুবক এই কাজটি ভুলে করেছে আর এই সুযোগে মুক্তিযোদ্ধার ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমার নামে অভিযোগ করেছে। আমি এসবের কিছুই জানি না। নির্বাচনই শুরু হয় নাই, আমি এখনও মনোনয়ন পাইলাম না। তাহলে কিভাবে নির্বাচনের অফিস দিবো?

বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তের পর বিধি মোতাবেক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার, ২৪ অক্টোবর ২০২১ , ০৮ কার্তিক ১৪২৮ ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

বকশিগঞ্জে মুক্তিযোদ্ধার দোকান দখল করে নির্বাচন অফিস

প্রতিনিধি, জামালপুর

জামালপুরের বকশিগঞ্জে মুক্তিযোদ্ধার দোকান দখল করে স্থানীয় ইউপি নির্বাচনের অফিস স্থাপনের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। ঘটনার দিনই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাস্টার ।

বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী বাজারে গত বুধবার ভোর ৫টার দিকে দোকানটি দখল করা হয়।

মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাস্টার জানান, কামালেরবার্ত্তী বাজারে আধাপাকা ঘরটিতে সরকারি বিধি মোতাবেক ১৯৯৭ সাল থেকে মুদির দোকান পরিচালনা করে আসছিলেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় গত ৬ মাস যাবত দোকানটি বন্ধ রেখেছিলেন। এই সুযোগে গত বুধবার ভোরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবু ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে দোকানের তালা ভেঙ্গে নির্বাচন অফিস স্থাপন করেন।

তিনি আরও জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বেগতিক দেখে ফিরে আসেন তিনি। দোকানে অল্প কিছু মালামাল থাকায় বেশি ক্ষতি হয়নি তার। ঘটনার দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবু মোবাইল ফোনে বলেন, ঘরটি বাংলাদেশ সরকারের। মুক্তিযোদ্ধা অসুস্থ থাকায় গত ৪-৫ বছর যাবত বন্ধ রয়েছে। ঘরের চাল, দেয়াল সবকিছু নষ্ট হয়ে গেছে। স্থানীয় কয়েকজন যুবক ঘরটি খুলে ইউনিয়ন তাতী লীগের একটি অফিস স্থাপন করে। আমি শুনার পর সেই যুবকদের শাসন করি।

তিনি আরও বলেন, আমি গত দুই দিন যাবত ভোরে জামালপুর যাই এবং মধ্য রাতে বকশিগঞ্জে ফিরে আসি। এই এলাকার সবাই জানে আমি কেমন? সত্য ঘটনা হচ্ছে কয়েকজন যুবক এই কাজটি ভুলে করেছে আর এই সুযোগে মুক্তিযোদ্ধার ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমার নামে অভিযোগ করেছে। আমি এসবের কিছুই জানি না। নির্বাচনই শুরু হয় নাই, আমি এখনও মনোনয়ন পাইলাম না। তাহলে কিভাবে নির্বাচনের অফিস দিবো?

বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তের পর বিধি মোতাবেক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।