পাকিস্তান দলকে ইমরান খানের পরামর্শ

আজ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামছে পাকিস্তান। তার আগে খোদ প্রধানমন্ত্রী তথা সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের পরামর্শ পেয়ে গেলেন বাবর আজমরা। বিশ্বকাপের দলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন ইমরান।

১৯৯২ সালে কীভাবে সব হিসাব উল্টে তারা বিশ্বকাপ জিতেছিলেন, সেই কাহিনী বাবরের দলকে শুনিয়েছেন ইমরান। শনিবার সাংবাদিক বৈঠকে এসে বাবর বলেন, ‘এখানে আসার আগে আমাদের কথা হয়েছে। সেখানেই উনি ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী দলের মানসিকতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।’

শুধু তাই নয়, বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গেও কথা হয়েছে তার। বাবর বলেন, ‘চেয়ারম্যান আমাদের শান্ত থাকতে বলেছেন। কারণ শান্ত থাকলেই সাফল্য ধরা দেবে। বাইরে থেকে অনেক কথাই বলা হবে। কিন্তু সে সবে পাত্তা না দিয়ে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ম্যাচের দিন নিজেদের একশ’ শতাংশ উজাড় করে দিতে হবে।’

৫০ ওভার হোক বা ২০ ওভার, বিশ্বকাপে আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে জেতেনি পাকিস্তান। কিন্তু অতীতের ফলের কথা মাথায় রেখে যে তারা নামবেন না, এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বাবর। বলেন, ‘অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। আমাদের লক্ষ্য এখন এই বিশ্বকাপে ভালো ফল করা। নিজেদের শক্তি এবং দক্ষতার ওপর জোর দিতে চাই। সাধারণ বিষয়গুলোর ওপর নজর দিয়ে নিজেদের শান্ত রাখতে চাই। ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য।’

আমিরাতে টানা দশটি ম্যাচে বিশ্বকাপে খেলতে নামছে পাকিস্তান। সেই আত্মবিশ্বাসই প্রতিযোগিতায় তাদের এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন বাবর।

রবিবার, ২৪ অক্টোবর ২০২১ , ০৮ কার্তিক ১৪২৮ ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

টি-২০ বিশ্বকাপ কর্নার

পাকিস্তান দলকে ইমরান খানের পরামর্শ

সংবাদ স্পোর্টস ডেস্ক

আজ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নামছে পাকিস্তান। তার আগে খোদ প্রধানমন্ত্রী তথা সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের পরামর্শ পেয়ে গেলেন বাবর আজমরা। বিশ্বকাপের দলের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন ইমরান।

১৯৯২ সালে কীভাবে সব হিসাব উল্টে তারা বিশ্বকাপ জিতেছিলেন, সেই কাহিনী বাবরের দলকে শুনিয়েছেন ইমরান। শনিবার সাংবাদিক বৈঠকে এসে বাবর বলেন, ‘এখানে আসার আগে আমাদের কথা হয়েছে। সেখানেই উনি ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী দলের মানসিকতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।’

শুধু তাই নয়, বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গেও কথা হয়েছে তার। বাবর বলেন, ‘চেয়ারম্যান আমাদের শান্ত থাকতে বলেছেন। কারণ শান্ত থাকলেই সাফল্য ধরা দেবে। বাইরে থেকে অনেক কথাই বলা হবে। কিন্তু সে সবে পাত্তা না দিয়ে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। ম্যাচের দিন নিজেদের একশ’ শতাংশ উজাড় করে দিতে হবে।’

৫০ ওভার হোক বা ২০ ওভার, বিশ্বকাপে আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে জেতেনি পাকিস্তান। কিন্তু অতীতের ফলের কথা মাথায় রেখে যে তারা নামবেন না, এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বাবর। বলেন, ‘অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। আমাদের লক্ষ্য এখন এই বিশ্বকাপে ভালো ফল করা। নিজেদের শক্তি এবং দক্ষতার ওপর জোর দিতে চাই। সাধারণ বিষয়গুলোর ওপর নজর দিয়ে নিজেদের শান্ত রাখতে চাই। ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য।’

আমিরাতে টানা দশটি ম্যাচে বিশ্বকাপে খেলতে নামছে পাকিস্তান। সেই আত্মবিশ্বাসই প্রতিযোগিতায় তাদের এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন বাবর।