নবীনগরে ফসলি জমির বালু উত্তোলন করায় ড্রেজার ধংস

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালগড়া গ্রামে ড্রেজারের মাধ্যমে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় গত শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার ও পাইপ জব্দ করে। ড্রেজারের ম্যানেজারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন।

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৯ কার্তিক ১৪২৮ ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

নবীনগরে ফসলি জমির বালু উত্তোলন করায় ড্রেজার ধংস

প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

image

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালগড়া গ্রামে ড্রেজারের মাধ্যমে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় গত শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার ও পাইপ জব্দ করে। ড্রেজারের ম্যানেজারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন।