পীরগঞ্জে তাণ্ডব

সৈকত ও তার সহযোগী রবিউলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

র‌্যাবের হাতে গ্রেপ্তার রংপুরের পীরগঞ্জে তাণ্ডবের মূল হোতা ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম রোববার সন্ধ্যায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোর্ট সিএসআই শহিদুল ইসলাম জানান, দুই আসামি সৈকত মণ্ডল এবং রবিউল আলম আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর কসবা মাঝি পাড়ায় হিন্দু পল্লীতে তাণ্ডবের ঘটনায় মূল হোতা ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল রংপুর কারমাইকেল কলেজে ছাত্রত্ব না থাকলেও তাকে দর্শন বিভাগের সহসভাপতি হিসেবে কমিটিতে স্থান দেয় কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতারা। মহানগর ছাত্রলীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানিয়েছেন আসামি সৈকত মণ্ডলের বিরুদ্ধে ডিজিটাল আইনে একটি মামলা হয়েছে। এনিয়ে মোট ৪টি মামলা হয়েছে এর মধ্যে তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনে, একটি তাণ্ডবের ঘটনায়। এ পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। তাণ্ডবের ঘটনার এক দিন পর ১৮ অক্টোবর কেন সৈকত মণ্ডলকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হলো এ নিয়ে ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার সাধারণ সম্পাদক জাবেদ আহাম্মেদকে বেশ কয়েকবার তাদের মোবাইল ফোনে ফোন করা হলে তারা ফোন রিসিভ করেননি।

এদিকে কারমাইকেল কলেজের ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী গত ১২ বছরে বিভিন্নভাবে ছাত্রলীগে যোগদান করেছে। এ ব্যাপারে কারমাইকেল কলেজ ছাত্রলীগে জরুরি ভিত্তিতে শুদ্ধি অভিযান শুরু করার দাবি ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাদের।

এ ব্যাপারে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, কারমাইকেল কলেজ বিএনপি ও জোট সরকার ক্ষমতায় থাকার সময় ছাত্রশিবির কলেজটিকে তাদের মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছিল। তিনি কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা হিসেবে শিবিরের হামলায় গুরুতর আহত হন। দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাবেক ছাত্র নেতা বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মওলাকে কুপিয়ে আহত করে তার হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছিল।

দীর্ঘদিন চিকিৎসা নেবার পর উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা তাদের ভারতে পাঠিয়েছিল। এছাড়াও অনেক ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্নভাবে হামলার শিকার হয়েছেন।

তিনি বলেন, কারমাইকেল কলেজে শিবিরের অনেকেই এখন ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস। তারা কলেজের বিভিন্ন বিভাগের কমিটিতে স্থান পেয়েছে বলেও অভিযোগ পেয়েছি। সে কারণে আমিও মনে করি কারমাইকেল কলেজে ছাত্রলীগের বিভিন্ন কমিটিসহ সার্বিকভাবে শুদ্ধি অভিযান শুরু করা প্রয়োজন। যারা এখন ছাত্রলীগ করছেন তাদের অতীত ইতিহাস বায়োডাটা সংগ্রহ করে প্রকৃত দেশপ্রেমিক এবং সাম্প্রদায়িকতা মনোভাব পোষণ করেন এমন কর্মীদের নিয়ে তালিকা তৈরি করা আর অনুপ্রবেশকারী ছাত্রশিবিরের নেতাকর্মীদের চিহ্নিত করে তাদের দল থেকে বের করে দেয়া উচিত বলে তিনি মনে করেন।

এদিকে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিব জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহসভাপতি সৈকত মণ্ডলকে যখন ওই পদ দেয়া হয়েছিল সে সময় তার ছাত্রত্ব ছিল না বলে শুনেছি। মহানগর ছাত্রলীগের অধীনে কারমাইকেল কলেজ ছাত্রলীগ হলেও তাদের কমিটির ব্যাপারে আমরা কখনই হস্তক্ষেপ করি না। তবে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের জানানো হয়েছে। এছাড়াও কারমাইকেল কলেজ ছাত্রলীগে ছাত্রশিবিরসহ যদি অনুপ্রবেশকারী থেকে থাকে, সে জন্য শুদ্ধি অভিযান করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

মহানগর ছাত্রলীগের সভাপতি স্বাধীন জানান, কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা সৈকত পীরগঞ্জে হিন্দু পল্লীতে তাণ্ডবের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি জানতে পেরে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবার জন্য কলেজ শাখার নেতাদের বলেছি। ইতোমধ্যে তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চার বছর ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে কারমাইকেল কলেজ ছাত্রলীগের কার্যক্রম চলছে কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, যত দ্রুত সম্ভব সমম্মেলন করে কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

গতকাল র‌্যাব তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করলে দুপুর সাড়ে তিনটার দিকে তাকে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া বটেরহাট মসজিদের ইমাম রবিউল ইসলাম যিনি মসজিদের মাইক দিয়ে হিন্দু গ্রামে হামলা করার প্রচারণা চালিয়েছেন। তারা দুজনেই ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবার কথা জানালে তাদের আদালতে নেয়া হয়।

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৯ কার্তিক ১৪২৮ ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

পীরগঞ্জে তাণ্ডব

সৈকত ও তার সহযোগী রবিউলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

image

পীরগঞ্জ তাণ্ডবের মূলহোতা সৈকত মণ্ডল -সংবাদ

র‌্যাবের হাতে গ্রেপ্তার রংপুরের পীরগঞ্জে তাণ্ডবের মূল হোতা ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম রোববার সন্ধ্যায় রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোর্ট সিএসআই শহিদুল ইসলাম জানান, দুই আসামি সৈকত মণ্ডল এবং রবিউল আলম আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর কসবা মাঝি পাড়ায় হিন্দু পল্লীতে তাণ্ডবের ঘটনায় মূল হোতা ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল রংপুর কারমাইকেল কলেজে ছাত্রত্ব না থাকলেও তাকে দর্শন বিভাগের সহসভাপতি হিসেবে কমিটিতে স্থান দেয় কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতারা। মহানগর ছাত্রলীগের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানিয়েছেন আসামি সৈকত মণ্ডলের বিরুদ্ধে ডিজিটাল আইনে একটি মামলা হয়েছে। এনিয়ে মোট ৪টি মামলা হয়েছে এর মধ্যে তিনটি ডিজিটাল নিরাপত্তা আইনে, একটি তাণ্ডবের ঘটনায়। এ পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। তাণ্ডবের ঘটনার এক দিন পর ১৮ অক্টোবর কেন সৈকত মণ্ডলকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হলো এ নিয়ে ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার সাধারণ সম্পাদক জাবেদ আহাম্মেদকে বেশ কয়েকবার তাদের মোবাইল ফোনে ফোন করা হলে তারা ফোন রিসিভ করেননি।

এদিকে কারমাইকেল কলেজের ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী গত ১২ বছরে বিভিন্নভাবে ছাত্রলীগে যোগদান করেছে। এ ব্যাপারে কারমাইকেল কলেজ ছাত্রলীগে জরুরি ভিত্তিতে শুদ্ধি অভিযান শুরু করার দাবি ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাদের।

এ ব্যাপারে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, কারমাইকেল কলেজ বিএনপি ও জোট সরকার ক্ষমতায় থাকার সময় ছাত্রশিবির কলেজটিকে তাদের মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছিল। তিনি কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা হিসেবে শিবিরের হামলায় গুরুতর আহত হন। দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাবেক ছাত্র নেতা বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মওলাকে কুপিয়ে আহত করে তার হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছিল।

দীর্ঘদিন চিকিৎসা নেবার পর উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা তাদের ভারতে পাঠিয়েছিল। এছাড়াও অনেক ছাত্রলীগের নেতাকর্মী বিভিন্নভাবে হামলার শিকার হয়েছেন।

তিনি বলেন, কারমাইকেল কলেজে শিবিরের অনেকেই এখন ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে বলে আমার দৃঢ় বিশ্বাস। তারা কলেজের বিভিন্ন বিভাগের কমিটিতে স্থান পেয়েছে বলেও অভিযোগ পেয়েছি। সে কারণে আমিও মনে করি কারমাইকেল কলেজে ছাত্রলীগের বিভিন্ন কমিটিসহ সার্বিকভাবে শুদ্ধি অভিযান শুরু করা প্রয়োজন। যারা এখন ছাত্রলীগ করছেন তাদের অতীত ইতিহাস বায়োডাটা সংগ্রহ করে প্রকৃত দেশপ্রেমিক এবং সাম্প্রদায়িকতা মনোভাব পোষণ করেন এমন কর্মীদের নিয়ে তালিকা তৈরি করা আর অনুপ্রবেশকারী ছাত্রশিবিরের নেতাকর্মীদের চিহ্নিত করে তাদের দল থেকে বের করে দেয়া উচিত বলে তিনি মনে করেন।

এদিকে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিব জানান, র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহসভাপতি সৈকত মণ্ডলকে যখন ওই পদ দেয়া হয়েছিল সে সময় তার ছাত্রত্ব ছিল না বলে শুনেছি। মহানগর ছাত্রলীগের অধীনে কারমাইকেল কলেজ ছাত্রলীগ হলেও তাদের কমিটির ব্যাপারে আমরা কখনই হস্তক্ষেপ করি না। তবে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের জানানো হয়েছে। এছাড়াও কারমাইকেল কলেজ ছাত্রলীগে ছাত্রশিবিরসহ যদি অনুপ্রবেশকারী থেকে থাকে, সে জন্য শুদ্ধি অভিযান করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

মহানগর ছাত্রলীগের সভাপতি স্বাধীন জানান, কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা সৈকত পীরগঞ্জে হিন্দু পল্লীতে তাণ্ডবের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি জানতে পেরে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবার জন্য কলেজ শাখার নেতাদের বলেছি। ইতোমধ্যে তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চার বছর ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে কারমাইকেল কলেজ ছাত্রলীগের কার্যক্রম চলছে কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, যত দ্রুত সম্ভব সমম্মেলন করে কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

গতকাল র‌্যাব তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করলে দুপুর সাড়ে তিনটার দিকে তাকে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া বটেরহাট মসজিদের ইমাম রবিউল ইসলাম যিনি মসজিদের মাইক দিয়ে হিন্দু গ্রামে হামলা করার প্রচারণা চালিয়েছেন। তারা দুজনেই ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবার কথা জানালে তাদের আদালতে নেয়া হয়।