শাবিপ্রবি হল খুলছে আজ, শিক্ষার্থী বরণে প্রস্তুত কর্তৃপক্ষ

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আবাসিক হল খুলছে আজ। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন। শিক্ষার্থীদের বরণে ইতোমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রথমদিন শুধু স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবেন। হল প্রভোস্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

হল প্রভোস্টরা জানান, আবাসিক হলে অবস্থানকালে শিক্ষার্থীদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে হবে। হলে উঠতে হলে অন্তত এক ডোজ টিকা নিতে হবে। হলে প্রবেশের সময় হলের বৈধ পরিচয়পত্র, বিশ^বিদ্যালয়ের পরিচয়পত্র এবং করোনার টিকা গ্রহণের প্রমাণপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। যেগুলো হলে প্রবেশের সময় প্রদর্শন করতে হবে।

কয়েকটি আবাসিক হল ঘুরে দেখা যায়, বিশ^বিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলকে নতুন রূপে সাজানো হয়েছে। হলের চারপাশ পরিষ্কার, প্রতিটি ব্লকের ওয়াশরুম সংস্কার, ওয়াশরুমে টাইলস সংযোজন, রিডিং রুম, টিভি রুম সংস্কার, পানির ফিল্টার প্রতিস্থাপনসহ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

শাহপরাণ হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান বলেন, ‘শিক্ষার্থীদের বরণে এবং তাদের সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। হলের পরিবেশ সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে। আজ থেকে হলের ডাইনিং, নতুন সেলুন, স্টেশনারি, লন্ড্রি ও খাবারের দোকান খোলা থাকবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য হলের আভ্যন্তরীণ ও বাইরের পরিবেশ নতুনরূপে সাজানো হয়েছে। হলে অনেক সংস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে শিক্ষার্থীদের অবশ্যই হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৯ কার্তিক ১৪২৮ ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

শাবিপ্রবি হল খুলছে আজ, শিক্ষার্থী বরণে প্রস্তুত কর্তৃপক্ষ

প্রতিনিধি, শাবি

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আবাসিক হল খুলছে আজ। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন। শিক্ষার্থীদের বরণে ইতোমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রথমদিন শুধু স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবেন। হল প্রভোস্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

হল প্রভোস্টরা জানান, আবাসিক হলে অবস্থানকালে শিক্ষার্থীদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে হবে। হলে উঠতে হলে অন্তত এক ডোজ টিকা নিতে হবে। হলে প্রবেশের সময় হলের বৈধ পরিচয়পত্র, বিশ^বিদ্যালয়ের পরিচয়পত্র এবং করোনার টিকা গ্রহণের প্রমাণপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। যেগুলো হলে প্রবেশের সময় প্রদর্শন করতে হবে।

কয়েকটি আবাসিক হল ঘুরে দেখা যায়, বিশ^বিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলকে নতুন রূপে সাজানো হয়েছে। হলের চারপাশ পরিষ্কার, প্রতিটি ব্লকের ওয়াশরুম সংস্কার, ওয়াশরুমে টাইলস সংযোজন, রিডিং রুম, টিভি রুম সংস্কার, পানির ফিল্টার প্রতিস্থাপনসহ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

শাহপরাণ হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান বলেন, ‘শিক্ষার্থীদের বরণে এবং তাদের সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। হলের পরিবেশ সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে। আজ থেকে হলের ডাইনিং, নতুন সেলুন, স্টেশনারি, লন্ড্রি ও খাবারের দোকান খোলা থাকবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য হলের আভ্যন্তরীণ ও বাইরের পরিবেশ নতুনরূপে সাজানো হয়েছে। হলে অনেক সংস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে শিক্ষার্থীদের অবশ্যই হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।