মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না

মির্জা ফখরুল

সাম্প্রতিক সময়ে দেশে যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে, তাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত- এই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। দেশ আজ অশান্তিতে রয়েছে।’

গতকাল সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এদিন সকালে বিএনপি নেতা ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিতে সিলেটে আসেন মির্জা ফখরুল। সেখান থেকে তিনি সুনামগঞ্জে স্মরণসভায় যোগ দেন।

মাজার জিয়ারতের সময় বিএনপির মহাসচিবের সঙ্গে সিলেটের দলীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে অংশগ্রহণ করেন অনেক নেতা-কর্মী। মাজার জিয়ারত করে বেরিয়ে এসে মির্জা ফখরুল বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা। আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন, এর নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। আজও পত্রিকায় এসেছে, রংপুরের ঘটনার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা সৈকত।’

তিনি বলেন, ‘এটা খুব পরিষ্কার, সরকারের যেহেতু জনগণের সঙ্গে সম্পর্ক নেই, যেহেতু জনগণের ভোট তারা পায় না সে জন্য জনগণের দৃষ্টিটাকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার থেকে সরানোর জন্য এসব ঘটনা ঘটাচ্ছে।’

ফখরুল ইসলামের অভিযোগ, সরকার জীবনের নিরাপত্তা দিতে পারছে না। ‘একইভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, তাদের নিরাপত্তা সরকার দিতে পারছে না। সেই সঙ্গে আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে, মুসলমান সমাজ, ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন, তাদেরও এখানে নিরাপত্তা নেই। সামগ্রিকভাবে জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।’

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৯ কার্তিক ১৪২৮ ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না

মির্জা ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক

সাম্প্রতিক সময়ে দেশে যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে, তাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন জড়িত- এই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। দেশ আজ অশান্তিতে রয়েছে।’

গতকাল সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এদিন সকালে বিএনপি নেতা ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিতে সিলেটে আসেন মির্জা ফখরুল। সেখান থেকে তিনি সুনামগঞ্জে স্মরণসভায় যোগ দেন।

মাজার জিয়ারতের সময় বিএনপির মহাসচিবের সঙ্গে সিলেটের দলীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে অংশগ্রহণ করেন অনেক নেতা-কর্মী। মাজার জিয়ারত করে বেরিয়ে এসে মির্জা ফখরুল বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা। আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন, এর নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। আজও পত্রিকায় এসেছে, রংপুরের ঘটনার নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ নেতা সৈকত।’

তিনি বলেন, ‘এটা খুব পরিষ্কার, সরকারের যেহেতু জনগণের সঙ্গে সম্পর্ক নেই, যেহেতু জনগণের ভোট তারা পায় না সে জন্য জনগণের দৃষ্টিটাকে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার থেকে সরানোর জন্য এসব ঘটনা ঘটাচ্ছে।’

ফখরুল ইসলামের অভিযোগ, সরকার জীবনের নিরাপত্তা দিতে পারছে না। ‘একইভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন, তাদের নিরাপত্তা সরকার দিতে পারছে না। সেই সঙ্গে আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠী আছে, মুসলমান সমাজ, ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন, তাদেরও এখানে নিরাপত্তা নেই। সামগ্রিকভাবে জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।’