বদরুন্নেসার শিক্ষক রুমা সরকার কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মিথ্যা ভিডিও ছড়ানোর অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দু’দিনের রিমান্ড শেষে গতকাল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে অধ্যাপক রুমা সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২০ অক্টোবর রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে অধ্যাপক রুমা সরকারকে আটক করে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পরে রমনা থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করে। ২১ অক্টোবর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রুমা সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নিহত মো. সাহিনুদ্দিন হত্যার ভিডিও ক্লিপ সম্প্রতি নোয়াখালীর হিন্দু মহাজোটকর্মী যতন সাহা হত্যার ভিডিও বলে ফেইসবুকে শেয়ার দেন এবং পরে ফেইসবুক লাইভে এসে রাষ্ট্রবিরোধী কথা বলেন।

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৯ কার্তিক ১৪২৮ ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

বদরুন্নেসার শিক্ষক রুমা সরকার কারাগারে

আদালত বার্তা পরিবেশক

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মিথ্যা ভিডিও ছড়ানোর অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দু’দিনের রিমান্ড শেষে গতকাল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে অধ্যাপক রুমা সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২০ অক্টোবর রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে অধ্যাপক রুমা সরকারকে আটক করে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পরে রমনা থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করে। ২১ অক্টোবর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রুমা সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নিহত মো. সাহিনুদ্দিন হত্যার ভিডিও ক্লিপ সম্প্রতি নোয়াখালীর হিন্দু মহাজোটকর্মী যতন সাহা হত্যার ভিডিও বলে ফেইসবুকে শেয়ার দেন এবং পরে ফেইসবুক লাইভে এসে রাষ্ট্রবিরোধী কথা বলেন।