বর্তমান চ্যাম্পিয়নদের লজ্জার হার

ইংল্যান্ডের আদিল রশিদ ও মঈন আলীর স্পিনে টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করে ইংল্যান্ড ৬ উইকেটে সহজ জয়ে সুপার টুয়েলভে অভিযান শুরু করেছে।

শনিবার রাতে দুবাই স্টেডিয়ামে আদিল রশিদ ২ দশমিক ২ ওভার বল করে ২ রান দিয়ে ৪ উইকেট এবং মঈন আলী -মিলস ২টি করে উইকেট নিলে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৪ দশমিক ২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়। এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ও নিজেদের সর্বনি¤œ রানের লজ্জায় পড়লো দু’বারের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড। এর আগে পাঁচবার মোকাবিলায় প্রতিবারই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আর টি-২০ ইতিহাসে দ্বিতীয় সর্বনি¤œ রান ওয়েস্ট ইন্ডিজের। প্রথমটি ৪৫ রানের। ২০১৯ সালে এই ইংল্যান্ডের কাছেই সর্বনি¤œ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। লজ্জার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শুধুমাত্র ক্রিস গেইল দুই অঙ্কের কোটা স্পর্শ করতে সক্ষম হয়েছেন। আর কোন ব্যাটারই ডাবল ফিগারে যেতে পারেননি। ১৩ বলে ১৩ রান করেন গেইল। দলের অন্য ব্যাটারদের মধ্যে লেন্ডন সিমন্স ৩, এভিন লুইস ৬, শিমরোন হেটমায়ার ৯, ডোয়াইন ব্রাভো ৫, নিকোলাস পুরান ১, অধিনায়ক কাইরন পোলার্ড ৬, আন্দ্রে রাসেল ০, ওবেড ম্যাককয় ০, রবি রামপল ৩ ও আকিল হোসেন অপরাজিত ৬ রান করেন।

৫৬ রানের টার্গেট স্পর্শ করতে শুরুটা ভালো না হলেও সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডকে। ৭০ বল বাকি রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। ওপেনার জেসন রয় ১১, জনি বেয়ারস্টো ৯, মঈন ৩ ও লিয়াম লিভিংস্টোন ১ রান করে আউট হন। আরেক ওপেনার জস বাটলার ও অধিনায়ক ইয়োইন মরগান দলের জয় নিশ্চিত করেন। বাটলার ২৪ ও মরগান অপরাজিত ছিলেন ৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের আকিল ২টি উইকেট নেন। ৩ রানে ২ উইকেট শিকারে ম্যাচ সেরা হন ইংল্যান্ডের মঈন।

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৯ কার্তিক ১৪২৮ ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

বর্তমান চ্যাম্পিয়নদের লজ্জার হার

সংবাদ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের আদিল রশিদ ও মঈন আলীর স্পিনে টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করে ইংল্যান্ড ৬ উইকেটে সহজ জয়ে সুপার টুয়েলভে অভিযান শুরু করেছে।

শনিবার রাতে দুবাই স্টেডিয়ামে আদিল রশিদ ২ দশমিক ২ ওভার বল করে ২ রান দিয়ে ৪ উইকেট এবং মঈন আলী -মিলস ২টি করে উইকেট নিলে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৪ দশমিক ২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়। এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ও নিজেদের সর্বনি¤œ রানের লজ্জায় পড়লো দু’বারের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড। এর আগে পাঁচবার মোকাবিলায় প্রতিবারই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আর টি-২০ ইতিহাসে দ্বিতীয় সর্বনি¤œ রান ওয়েস্ট ইন্ডিজের। প্রথমটি ৪৫ রানের। ২০১৯ সালে এই ইংল্যান্ডের কাছেই সর্বনি¤œ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। লজ্জার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শুধুমাত্র ক্রিস গেইল দুই অঙ্কের কোটা স্পর্শ করতে সক্ষম হয়েছেন। আর কোন ব্যাটারই ডাবল ফিগারে যেতে পারেননি। ১৩ বলে ১৩ রান করেন গেইল। দলের অন্য ব্যাটারদের মধ্যে লেন্ডন সিমন্স ৩, এভিন লুইস ৬, শিমরোন হেটমায়ার ৯, ডোয়াইন ব্রাভো ৫, নিকোলাস পুরান ১, অধিনায়ক কাইরন পোলার্ড ৬, আন্দ্রে রাসেল ০, ওবেড ম্যাককয় ০, রবি রামপল ৩ ও আকিল হোসেন অপরাজিত ৬ রান করেন।

৫৬ রানের টার্গেট স্পর্শ করতে শুরুটা ভালো না হলেও সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডকে। ৭০ বল বাকি রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। ওপেনার জেসন রয় ১১, জনি বেয়ারস্টো ৯, মঈন ৩ ও লিয়াম লিভিংস্টোন ১ রান করে আউট হন। আরেক ওপেনার জস বাটলার ও অধিনায়ক ইয়োইন মরগান দলের জয় নিশ্চিত করেন। বাটলার ২৪ ও মরগান অপরাজিত ছিলেন ৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের আকিল ২টি উইকেট নেন। ৩ রানে ২ উইকেট শিকারে ম্যাচ সেরা হন ইংল্যান্ডের মঈন।