ভাষাই হারিয়ে ফেলেছেন লারা

গেইল-সিমন্স-পোলার্ডদের এমন বাজে ব্যাটিংয়ে ভাষাই হারিয়ে ফেলেছেন উইন্ডিজ কিংবদন্তী ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা।

তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এমন ব্যাটিং পারফরমেন্সের কোন ব্যাখ্যা নেই।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৪ দশমিক ২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ও নিজেদের সর্বনি¤œ রানের লজ্জায় পড়ল দু’বারের চ্যাম্পিয়নরা।

আর টি-২০ ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান ওয়েস্ট ইন্ডিজের। প্রথমটি ৪৫ রানের। ২০১৯ সালে এই ইংল্যান্ডের কাছেই সর্বনি¤œ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটারদের পারফরমেন্সে হতাশ লারা বলেন, ‘এটি হতাশাজনক এবং খুবই খারাপ কিছু হয়েছে। এটা বর্ণনা করার মতো শব্দ আমার জানা নেই। একজন ক্যারিবিয়ান হিসেবে আমি খুবই হতাশ।’

আগামী ২৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভে গ্রুপ-১-এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার, ২৫ অক্টোবর ২০২১ , ০৯ কার্তিক ১৪২৮ ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

ভাষাই হারিয়ে ফেলেছেন লারা

সংবাদ স্পোর্টস ডেস্ক

গেইল-সিমন্স-পোলার্ডদের এমন বাজে ব্যাটিংয়ে ভাষাই হারিয়ে ফেলেছেন উইন্ডিজ কিংবদন্তী ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা।

তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এমন ব্যাটিং পারফরমেন্সের কোন ব্যাখ্যা নেই।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৪ দশমিক ২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ও নিজেদের সর্বনি¤œ রানের লজ্জায় পড়ল দু’বারের চ্যাম্পিয়নরা।

আর টি-২০ ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান ওয়েস্ট ইন্ডিজের। প্রথমটি ৪৫ রানের। ২০১৯ সালে এই ইংল্যান্ডের কাছেই সর্বনি¤œ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটারদের পারফরমেন্সে হতাশ লারা বলেন, ‘এটি হতাশাজনক এবং খুবই খারাপ কিছু হয়েছে। এটা বর্ণনা করার মতো শব্দ আমার জানা নেই। একজন ক্যারিবিয়ান হিসেবে আমি খুবই হতাশ।’

আগামী ২৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভে গ্রুপ-১-এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।