ইলিশের অভয়াশ্রম রক্ষা নদী দখল-দূষণ মুক্তির দাবিতে মানববন্ধন

কুয়াকাটার পশ্চিম পাশে সাগর মোহন ঘেঁষা বহমান আন্ধারমানিক নদী এবং সেখানকার ইলিশের অভয়াশ্রম রক্ষার দাবিতে কুয়াকাটা সৈকতে মানববন্ধন হয়েছে। ‘আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস-২০২১’ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের উদ্যোগে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মসূচিতে দুই শতাধিক পরিবেশ কর্মীসহ অসংখ্য পর্যটকরা অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া বাপার সভাপতি মো. শাহাদাৎ হোসেন বিশ্বাস, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ কর্মী কামাল হাসান রনি ও ট্যুর অপারেটর কে.এম.বাচ্চু প্রমুখ। বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী রক্ষায় দখল-দূষণ রোধে সরকারের প্রতি জোরাল আহ্বান জানান।

পাশাপাশি কুয়াকাটা সৈকতের বেলাভূমের ক্ষয়রোধে টেকসই উন্নয়নে পদক্ষেপ নিতে এবং উপকূলের সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বনবিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০ কার্তিক ১৪২৮ ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

ইলিশের অভয়াশ্রম রক্ষা নদী দখল-দূষণ মুক্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার পশ্চিম পাশে সাগর মোহন ঘেঁষা বহমান আন্ধারমানিক নদী এবং সেখানকার ইলিশের অভয়াশ্রম রক্ষার দাবিতে কুয়াকাটা সৈকতে মানববন্ধন হয়েছে। ‘আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস-২০২১’ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের উদ্যোগে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মসূচিতে দুই শতাধিক পরিবেশ কর্মীসহ অসংখ্য পর্যটকরা অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া বাপার সভাপতি মো. শাহাদাৎ হোসেন বিশ্বাস, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ কর্মী কামাল হাসান রনি ও ট্যুর অপারেটর কে.এম.বাচ্চু প্রমুখ। বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী রক্ষায় দখল-দূষণ রোধে সরকারের প্রতি জোরাল আহ্বান জানান।

পাশাপাশি কুয়াকাটা সৈকতের বেলাভূমের ক্ষয়রোধে টেকসই উন্নয়নে পদক্ষেপ নিতে এবং উপকূলের সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বনবিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।