ওয়েব সিরিজেও নিয়মিত দীপা খন্দকার

দীপা খন্দকার টিভি নাটক ও সিনেমাতে কাজ করার পাশাপাশি বর্তমানে ওয়েব সিরিজেও নিয়মিত কাজ করছেন। এর আগেও দীপা দু’টি ওয়েব সিরিজে কাজ করেছিলেন। তার অভিনীত নতুন ওয়েব সিরিজের নাম ‘আমাদের বাড়ি’ এটি নির্মাণ করছেন কিউ রাহাত। ওয়েব সিরিজে কাজ করার পাশাপাশি আগামীকাল ২৭ অক্টোবর থেকে তিনি বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক অনিমেষ আইচ পরিচালিত ‘এখানে কেউ থাকেনা’র শুটিং-এ অংশ নিবেচন টাঙ্গাইলের মধুপুরে। সেখান থেকে ফিরবেন তিনি আগামী ৩১ অক্টোবর। এই ধারাবাহিকের সঙ্গে দীপা খন্দকার নতুন করে সংযুক্ত হলেন। এরইমধ্যে দীপা খন্দাকর নিমা রহমানের পরিচালনায় একটি ধারাবাহিকের শুটিং-এ অংশ নিয়েছেন। দীপা খন্দকার বলেন, ‘ভালো গল্প, ভালো চরিত্র এবং সহশিল্পীরা গুণী হলে অভিনয় করতে নিঃসন্দেহে অনেক ভালোলাগে। অভিনয়টা তখন আরো বেশি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি।’ এদিকে দীপা খন্দকার মো. ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’ সিনেমারও কাজ করছেন। সিনেমাতেও নিয়মিত হতে চান তিনি। দীপা খন্দকার অভিনীত মীর সাব্বিরের গল্পে আরটিভিতে প্রচার হচ্ছে ‘বাকের খনি’ ধারাবাহিক নাটকটি।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০ কার্তিক ১৪২৮ ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

ওয়েব সিরিজেও নিয়মিত দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক

image

দীপা খন্দকার টিভি নাটক ও সিনেমাতে কাজ করার পাশাপাশি বর্তমানে ওয়েব সিরিজেও নিয়মিত কাজ করছেন। এর আগেও দীপা দু’টি ওয়েব সিরিজে কাজ করেছিলেন। তার অভিনীত নতুন ওয়েব সিরিজের নাম ‘আমাদের বাড়ি’ এটি নির্মাণ করছেন কিউ রাহাত। ওয়েব সিরিজে কাজ করার পাশাপাশি আগামীকাল ২৭ অক্টোবর থেকে তিনি বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক অনিমেষ আইচ পরিচালিত ‘এখানে কেউ থাকেনা’র শুটিং-এ অংশ নিবেচন টাঙ্গাইলের মধুপুরে। সেখান থেকে ফিরবেন তিনি আগামী ৩১ অক্টোবর। এই ধারাবাহিকের সঙ্গে দীপা খন্দকার নতুন করে সংযুক্ত হলেন। এরইমধ্যে দীপা খন্দাকর নিমা রহমানের পরিচালনায় একটি ধারাবাহিকের শুটিং-এ অংশ নিয়েছেন। দীপা খন্দকার বলেন, ‘ভালো গল্প, ভালো চরিত্র এবং সহশিল্পীরা গুণী হলে অভিনয় করতে নিঃসন্দেহে অনেক ভালোলাগে। অভিনয়টা তখন আরো বেশি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি।’ এদিকে দীপা খন্দকার মো. ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’ সিনেমারও কাজ করছেন। সিনেমাতেও নিয়মিত হতে চান তিনি। দীপা খন্দকার অভিনীত মীর সাব্বিরের গল্পে আরটিভিতে প্রচার হচ্ছে ‘বাকের খনি’ ধারাবাহিক নাটকটি।