‘লিওনার্দো দ্য ভিঞ্চি’র পোস্টার উন্মোচন

জয়পুর হাটের শান্তিনগর থিয়েটারের নবমতম প্রযোজনা, মোনালিসা এবং শেষ নৈশভোজ খ্যাত চিত্রশিল্পীর জীবন আশ্রিত নাটক ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’র পোস্টার উন্মোচন হলো গত ২৩ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। নাট্যকার অপূর্ব কুমার কু-ু রচনায়, নাটকটির নির্দেশনা দিচ্ছেন এইচআর অনিক। নাটকটির পোস্টার এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হারুন অর রশিদ টুটুল। পোস্টার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী এবং সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সারাদেশের নেতৃত্ববৃন্দ এবং শান্তিনগর থিয়েটারের সদস্যরা। গোলাম কুদ্দুছ বলেন, ‘শেখ সাদী’র

পরে অপূর্ব-অনিক জুটির কাছ থেকে নতুন কিছু পাব বলেই বিশ্বাস। মধ্যপ্রাচ্য জয় হয়েছে এবার লক্ষ্য ইউরোপ জয়’। মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘মঞ্চ নাটকে পোস্টার উদ্বোধন প্রথম করে ঢাকা পদাতিক। অনেক দিন পর করল শান্তিনগর থিয়েটার। মিজানুর রহমান মিজান একজন সফল সংগঠক, তার সমন্বয়ে আমি আস্থা রাখি। নাট্যকার অপূর্ব কুমার কু-ুর লেখায় প্রচ্ছন্ন ভাবে একটা দর্শন ফুটে ওঠে। কিছুদিন পর যে লিওনার্দো দ্য ভিঞ্চির উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন হতে চলেছে সেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাশে থাকবে’। শান্তিনগর থিয়েটার দল প্রধান মিজানুর রহমান বলেন, ‘লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে মোনালিসার সমন্বয়, ইতালির ভিঞ্চি গ্রামের সঙ্গে বাংলাদেশের জয়পুর হাটের সহাবস্থান। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এখন নাটক লিওনার্দো দ্য ভিঞ্চি এবং সম্মানিত নাট্য দর্শকদের মাঝে শিল্পের সেতুবন্ধন।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০ কার্তিক ১৪২৮ ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

‘লিওনার্দো দ্য ভিঞ্চি’র পোস্টার উন্মোচন

বিনোদন প্রতিবেদক

image

জয়পুর হাটের শান্তিনগর থিয়েটারের নবমতম প্রযোজনা, মোনালিসা এবং শেষ নৈশভোজ খ্যাত চিত্রশিল্পীর জীবন আশ্রিত নাটক ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’র পোস্টার উন্মোচন হলো গত ২৩ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। নাট্যকার অপূর্ব কুমার কু-ু রচনায়, নাটকটির নির্দেশনা দিচ্ছেন এইচআর অনিক। নাটকটির পোস্টার এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক হারুন অর রশিদ টুটুল। পোস্টার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী এবং সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সারাদেশের নেতৃত্ববৃন্দ এবং শান্তিনগর থিয়েটারের সদস্যরা। গোলাম কুদ্দুছ বলেন, ‘শেখ সাদী’র

পরে অপূর্ব-অনিক জুটির কাছ থেকে নতুন কিছু পাব বলেই বিশ্বাস। মধ্যপ্রাচ্য জয় হয়েছে এবার লক্ষ্য ইউরোপ জয়’। মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘মঞ্চ নাটকে পোস্টার উদ্বোধন প্রথম করে ঢাকা পদাতিক। অনেক দিন পর করল শান্তিনগর থিয়েটার। মিজানুর রহমান মিজান একজন সফল সংগঠক, তার সমন্বয়ে আমি আস্থা রাখি। নাট্যকার অপূর্ব কুমার কু-ুর লেখায় প্রচ্ছন্ন ভাবে একটা দর্শন ফুটে ওঠে। কিছুদিন পর যে লিওনার্দো দ্য ভিঞ্চির উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন হতে চলেছে সেখানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাশে থাকবে’। শান্তিনগর থিয়েটার দল প্রধান মিজানুর রহমান বলেন, ‘লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে মোনালিসার সমন্বয়, ইতালির ভিঞ্চি গ্রামের সঙ্গে বাংলাদেশের জয়পুর হাটের সহাবস্থান। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা এখন নাটক লিওনার্দো দ্য ভিঞ্চি এবং সম্মানিত নাট্য দর্শকদের মাঝে শিল্পের সেতুবন্ধন।