এবার রাজকীয়রূপে ‘হাবিবি’ গানে নূসরাত ফারিয়া

নায়িকা হিসেবে নূসরাত ফারিয়া দুই বাংলার চলচ্চিত্রে কাজ করছেন। নায়িকার পাশাপাশি এখন তিনি গায়িকাও। আগামী ২ নভেম্বর দিওয়ালীতে প্রকাশ পেতে যাচ্ছে নূসরাত ফারিয়ার গাওয়া একক চতুর্থ গান। গানের শিরোনাম ‘হাবিবি’। গানটি লিখেছেন নূর নবী এবং সুর সংগীত করেছেন আদিব কবির। মিউজি ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব। মুম্বাইয়ের কাছাকাছি একটি রাজ প্রাসাদে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। এবারের গানটি প্রসঙ্গে নূসরাত ফারিয়া বলেন, ‘আমি আমার প্রত্যেকটি গানে নিজস্ব স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করেছি। আমি যদিও পেশাদার সংগীতশিল্পী নই, কিন্তু গান আমার অন্তরে লালন করি। সর্বোচ্চ চেষ্টা দিয়ে গানটি গেয়েছি এবং মিউজিক ভিডিওতে রাজকীয়রূপেই নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সব মিলিয়ে আসলে এই গানটি নিয়ে আমি বেশি আশাবাদী।’ নূসরাত ফারিয়ার প্রথম গান ছিল ‘পতাকা’। দ্বিতীয় গান ছিল ‘আমি চাই থাকতে’। শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’তেও তিনি প্লে-ব্যাক করেছেন। ইমরানের সঙ্গে চ্যানেল আইয়ের জন্যও একটি গান করেছেন তিনি।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০ কার্তিক ১৪২৮ ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

এবার রাজকীয়রূপে ‘হাবিবি’ গানে নূসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক

নায়িকা হিসেবে নূসরাত ফারিয়া দুই বাংলার চলচ্চিত্রে কাজ করছেন। নায়িকার পাশাপাশি এখন তিনি গায়িকাও। আগামী ২ নভেম্বর দিওয়ালীতে প্রকাশ পেতে যাচ্ছে নূসরাত ফারিয়ার গাওয়া একক চতুর্থ গান। গানের শিরোনাম ‘হাবিবি’। গানটি লিখেছেন নূর নবী এবং সুর সংগীত করেছেন আদিব কবির। মিউজি ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব। মুম্বাইয়ের কাছাকাছি একটি রাজ প্রাসাদে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। এবারের গানটি প্রসঙ্গে নূসরাত ফারিয়া বলেন, ‘আমি আমার প্রত্যেকটি গানে নিজস্ব স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করেছি। আমি যদিও পেশাদার সংগীতশিল্পী নই, কিন্তু গান আমার অন্তরে লালন করি। সর্বোচ্চ চেষ্টা দিয়ে গানটি গেয়েছি এবং মিউজিক ভিডিওতে রাজকীয়রূপেই নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। সব মিলিয়ে আসলে এই গানটি নিয়ে আমি বেশি আশাবাদী।’ নূসরাত ফারিয়ার প্রথম গান ছিল ‘পতাকা’। দ্বিতীয় গান ছিল ‘আমি চাই থাকতে’। শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’তেও তিনি প্লে-ব্যাক করেছেন। ইমরানের সঙ্গে চ্যানেল আইয়ের জন্যও একটি গান করেছেন তিনি।