উত্তরপ্রদেশের নির্বাচন, কংগ্রেসের নানা প্রতিশ্রুতি

বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ভোটের কথা মাথায় রেখেই বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া নিয়ে প্রতিযোগিতা চলছে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংগঠন ও রাজনৈতিক দৌড়ে অনেকটা পিছিয়ে থাকলেও রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দেয়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই কংগ্রেস। উত্তরপ্রদেশের নির্বাচনে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তবে রাজ্যের জনগণকে ১০ লাখ টাকাঅবধি চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেয়া দেবে বলে গতকাল ঘোষণা দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

নির্বাচনের লক্ষ্যে রোববার থেকে রাজ্যের বরাবঙ্কি জেলা থেকে কংগ্রেসের ‘প্রতিজ্ঞা যাত্রা’র সূচনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও কংগ্রেসের এই প্রতিজ্ঞা যাত্রায় উত্তর প্রদেশের জনগণকে সাতটি প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কৃষকদের ঋণ মওকুফ, ২০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এর মধ্যে অন্যতম। করোনার সময় সরকারের অবহেলার কারণে উত্তর প্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় দরিদ্র রোগীরা চিকিৎসা সুবিধা পায়নি। রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসলে সস্তায় উন্নতমানের চিকিৎসা সুবিধা ছাড়াও যে কোন রোগের চিকিৎসার জন্য ১০ লাখ পর্যন্ত টাকা জনগণকে প্রদান করবে কংগ্রেস।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এছাড়াও বিদ্যুতের অর্ধেক বিল, কোভিডের কারণে আর্থিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২৫ হাজার টাকা দেয়াসহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। সম্প্রতি এক জনমত সমীক্ষায় প্রকাশিত হয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশের ক্ষমতা ফের বিজেপির হাতেই যেতে পারে। সমীক্ষা অনুযায়ী যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন বিজেপি ৪১.৩ শতাংশ ভোট পেতে পারে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ৩২ শতাংশ, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ১৫ শতাংশ এবং কংগ্রেস ছয় শতাংশ ভোট পেতে পারে।

দেশের রাজনীতির পরিপ্রেক্ষিতেও এই রাজ্যের গুরুত্ব অপরিসীম। তাই নির্বাচনের অনেক আগেই থেকেই উত্তর প্রদেশের মাটি কামড়ে পড়ে আছেন প্রিয়াঙ্কা গান্ধী। বলিষ্ঠ কংগ্রেস নেতা সলমন খুরশিদ জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তবে প্রিয়াঙ্কা গান্ধীই হবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তার এই মন্তব্যে কংগ্রেস কর্মীদের মধ্যে মনোবল চাঙা হলেও, উত্তর প্রদেশের মানুষের মন জয়ে প্রিয়াঙ্কা বা কংগ্রেসের দেয়া এই প্রতিশ্রুতিগুলো ভোটারদের মনে কতটা প্রভাব বিস্তার করতে পারে তার উত্তর মিলবে বিধানসভা ভোটের বাক্সে।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০ কার্তিক ১৪২৮ ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

উত্তরপ্রদেশের নির্বাচন, কংগ্রেসের নানা প্রতিশ্রুতি

দীপক মুখার্জী, কলকাতা

বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ভোটের কথা মাথায় রেখেই বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া নিয়ে প্রতিযোগিতা চলছে সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংগঠন ও রাজনৈতিক দৌড়ে অনেকটা পিছিয়ে থাকলেও রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দেয়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই কংগ্রেস। উত্তরপ্রদেশের নির্বাচনে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তবে রাজ্যের জনগণকে ১০ লাখ টাকাঅবধি চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেয়া দেবে বলে গতকাল ঘোষণা দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

নির্বাচনের লক্ষ্যে রোববার থেকে রাজ্যের বরাবঙ্কি জেলা থেকে কংগ্রেসের ‘প্রতিজ্ঞা যাত্রা’র সূচনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও কংগ্রেসের এই প্রতিজ্ঞা যাত্রায় উত্তর প্রদেশের জনগণকে সাতটি প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কৃষকদের ঋণ মওকুফ, ২০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এর মধ্যে অন্যতম। করোনার সময় সরকারের অবহেলার কারণে উত্তর প্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় দরিদ্র রোগীরা চিকিৎসা সুবিধা পায়নি। রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসলে সস্তায় উন্নতমানের চিকিৎসা সুবিধা ছাড়াও যে কোন রোগের চিকিৎসার জন্য ১০ লাখ পর্যন্ত টাকা জনগণকে প্রদান করবে কংগ্রেস।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এছাড়াও বিদ্যুতের অর্ধেক বিল, কোভিডের কারণে আর্থিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২৫ হাজার টাকা দেয়াসহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। সম্প্রতি এক জনমত সমীক্ষায় প্রকাশিত হয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশের ক্ষমতা ফের বিজেপির হাতেই যেতে পারে। সমীক্ষা অনুযায়ী যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন বিজেপি ৪১.৩ শতাংশ ভোট পেতে পারে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ৩২ শতাংশ, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ১৫ শতাংশ এবং কংগ্রেস ছয় শতাংশ ভোট পেতে পারে।

দেশের রাজনীতির পরিপ্রেক্ষিতেও এই রাজ্যের গুরুত্ব অপরিসীম। তাই নির্বাচনের অনেক আগেই থেকেই উত্তর প্রদেশের মাটি কামড়ে পড়ে আছেন প্রিয়াঙ্কা গান্ধী। বলিষ্ঠ কংগ্রেস নেতা সলমন খুরশিদ জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তবে প্রিয়াঙ্কা গান্ধীই হবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তার এই মন্তব্যে কংগ্রেস কর্মীদের মধ্যে মনোবল চাঙা হলেও, উত্তর প্রদেশের মানুষের মন জয়ে প্রিয়াঙ্কা বা কংগ্রেসের দেয়া এই প্রতিশ্রুতিগুলো ভোটারদের মনে কতটা প্রভাব বিস্তার করতে পারে তার উত্তর মিলবে বিধানসভা ভোটের বাক্সে।