কলেজ শিক্ষক কারাগারে ৫ দিনের রিমান্ড প্রার্থনা

কিশোরগঞ্জের হোসেনপুরের এক কলেজ শিক্ষক অন্যের ফেসবুক থেকে প্রধানমন্ত্রীর প্রতি করা কটুক্তি শেয়ার করে এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে। তার বিরুদ্ধে পুলিশ আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে। হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক রুহুল আমিন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, ‘স্বপ্নের পৃথিবী অন্ধকার’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রভাষক রুহুল আমিন প্রধানমন্ত্রীর প্রতি কটুক্তিমূলক একটি পোস্ট গত ১৪ অক্টোবর শেয়ার করেছেন। এরপর থেকেই রুহুল আমিনের বিষয়ে আইন-শৃঙ্খলা সংস্থা খোঁজ-খবর নেয়া শুরু করে এবং তার ওপর নজর রাখে। গত শনিবার রাত ১০টার দিকে তাকে জেলা শহরের আখড়াবাজার সেতু এলাকা থেকে পুলিশ আটক করে। এ ঘটনায় হোসেনপুর থানার এসআই বাদল সরকার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রোববার থানায় মামলা (মামলা নং ৭) করেছেন বলে ওসি শেখ মোস্তাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানিয়েছেন।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০ কার্তিক ১৪২৮ ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি শেয়ার

কলেজ শিক্ষক কারাগারে ৫ দিনের রিমান্ড প্রার্থনা

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরের এক কলেজ শিক্ষক অন্যের ফেসবুক থেকে প্রধানমন্ত্রীর প্রতি করা কটুক্তি শেয়ার করে এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে। তার বিরুদ্ধে পুলিশ আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে। হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজের রসায়ন বিভাগের প্রভাষক রুহুল আমিন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, ‘স্বপ্নের পৃথিবী অন্ধকার’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রভাষক রুহুল আমিন প্রধানমন্ত্রীর প্রতি কটুক্তিমূলক একটি পোস্ট গত ১৪ অক্টোবর শেয়ার করেছেন। এরপর থেকেই রুহুল আমিনের বিষয়ে আইন-শৃঙ্খলা সংস্থা খোঁজ-খবর নেয়া শুরু করে এবং তার ওপর নজর রাখে। গত শনিবার রাত ১০টার দিকে তাকে জেলা শহরের আখড়াবাজার সেতু এলাকা থেকে পুলিশ আটক করে। এ ঘটনায় হোসেনপুর থানার এসআই বাদল সরকার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রোববার থানায় মামলা (মামলা নং ৭) করেছেন বলে ওসি শেখ মোস্তাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানিয়েছেন।