সংবাদ স্পোর্টস ডেস্ক : এবারের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা ৪ ম্যাচের তিনটিই জিতেছে রান তাড়া করে! একই সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বিপক্ষে জেতা ম্যাচটিতেও। সংবাদমাধ্যমে লঙ্কান প্রতিনিধি হয়ে আসা ভানুকা রাজাপাকশের কাছে প্রশ্ন রাখা হয়, আগামীতে এটাই কৌশল হতে যাচ্ছে কি না। ৩১ বলে ৫৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা এই ব্যাটার বলেছেন, পরিস্থিতির দাবি মিটিয়েই কৌশল অবলম্বন করবেন তারা।
তবে শুরুতে বোলিং নেয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘শুরুতে বোলিং নেয়ার কারণ আমাদের বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণ। তবে আমরা যেমনটা ভেবেছিলাম, উইকেট তার চেয়েও ভালো ছিল। সে কারণে ব্যাট হাতে দিনটা বাংলাদেশের জন্য ভালো ছিল। শারজা সাধারণত পেসারদের সহায়তা করে থাকে।’
১৭২ রানের লক্ষ্যে শুরুতে ১ উইকেট হারিয়েও শ্রীলঙ্কা শক্ত অবস্থানে পৌঁছায় মূলত চারিথ আসালাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ে। নবম ওভারে সাকিব ১ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেও রাজাপাকশের সঙ্গে মিলে গড়েছেন ম্যাচ জেতানো ৮৬ রানের জুটি। পাশাপাশি এই টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরেও অপরাজিত থেকেছেন (৪৯ বলে ৮০ রান)। যার ব্যাটিংয়ের ছন্দ অবিশ্বাস্য লেগেছে সতীর্থ রাজাপাকশের, ‘এই ফলটা বিস্ময়কর। কারণ চারিথ যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে, আমার কাছে তা অবিশ্বাস্য মনে হয়েছে। পেরেরার উইকেট হারানোর পর বিষয়টা মোটেও সহজ ছিল না। বিশেষ করে ৩ নম্বর পজিশনে। কারণ এই পরিস্থিতিতে স্কোরবোর্ডের চাপ সামলেই খেলতে হয়। আশা করছি টুর্নামেন্টের বাকি অংশেও সে এভাবে পারফর্ম করবে।’
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০ কার্তিক ১৪২৮ ১৮ রবিউল আউয়াল ১৪৪৩
সংবাদ স্পোর্টস ডেস্ক : এবারের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা ৪ ম্যাচের তিনটিই জিতেছে রান তাড়া করে! একই সিদ্ধান্ত নেয় বাংলাদেশের বিপক্ষে জেতা ম্যাচটিতেও। সংবাদমাধ্যমে লঙ্কান প্রতিনিধি হয়ে আসা ভানুকা রাজাপাকশের কাছে প্রশ্ন রাখা হয়, আগামীতে এটাই কৌশল হতে যাচ্ছে কি না। ৩১ বলে ৫৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা এই ব্যাটার বলেছেন, পরিস্থিতির দাবি মিটিয়েই কৌশল অবলম্বন করবেন তারা।
তবে শুরুতে বোলিং নেয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘শুরুতে বোলিং নেয়ার কারণ আমাদের বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণ। তবে আমরা যেমনটা ভেবেছিলাম, উইকেট তার চেয়েও ভালো ছিল। সে কারণে ব্যাট হাতে দিনটা বাংলাদেশের জন্য ভালো ছিল। শারজা সাধারণত পেসারদের সহায়তা করে থাকে।’
১৭২ রানের লক্ষ্যে শুরুতে ১ উইকেট হারিয়েও শ্রীলঙ্কা শক্ত অবস্থানে পৌঁছায় মূলত চারিথ আসালাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ে। নবম ওভারে সাকিব ১ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেও রাজাপাকশের সঙ্গে মিলে গড়েছেন ম্যাচ জেতানো ৮৬ রানের জুটি। পাশাপাশি এই টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরেও অপরাজিত থেকেছেন (৪৯ বলে ৮০ রান)। যার ব্যাটিংয়ের ছন্দ অবিশ্বাস্য লেগেছে সতীর্থ রাজাপাকশের, ‘এই ফলটা বিস্ময়কর। কারণ চারিথ যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে, আমার কাছে তা অবিশ্বাস্য মনে হয়েছে। পেরেরার উইকেট হারানোর পর বিষয়টা মোটেও সহজ ছিল না। বিশেষ করে ৩ নম্বর পজিশনে। কারণ এই পরিস্থিতিতে স্কোরবোর্ডের চাপ সামলেই খেলতে হয়। আশা করছি টুর্নামেন্টের বাকি অংশেও সে এভাবে পারফর্ম করবে।’