বিশ্ব করপোরেট ফুটবলে বাংলাদেশের দল পঞ্চম

দুবাইতে চলছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। এর মধ্যেই চলছে করপোরেট ফুটবলের বিশ্বকাপ। তৃতীয় ফিফকো বিশ^ করপোরেট ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের করপোরেট দল ব্যানদো ডিজাইন লিমিটেড পঞ্চম হয়েছে। ব্যানদো ডিজাইন লিমিটেড লায়লা গ্রুপের প্রতিষ্ঠান। সর্বশেষ বিজিএমইএ কাপে চ্যাম্পিয়ন হওয়ায় তারা এবার বিশ^ করপোরেট ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ০-৬ গোলে হারে। গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছিল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি। মরক্কোর ইসিডব্লিউপির সঙ্গে ১-১ ও আরব আমিরাতের চালউবের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও কানাডার ওয়াচমোজোর সঙ্গে ৪-১ গোলে জিতে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয় ব্যানদো।

ইরান, সৌদি আরব, আয়ারল্যান্ড, তিউনিশিয়া, বাংলাদেশ, মরক্কো, ইংল্যান্ড, মোনাকো, মালি, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, সুইজারল্যান্ড এবং কানাডার দল তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয়।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০ কার্তিক ১৪২৮ ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

বিশ্ব করপোরেট ফুটবলে বাংলাদেশের দল পঞ্চম

সংবাদ স্পোর্টস ডেস্ক

দুবাইতে চলছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। এর মধ্যেই চলছে করপোরেট ফুটবলের বিশ্বকাপ। তৃতীয় ফিফকো বিশ^ করপোরেট ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের করপোরেট দল ব্যানদো ডিজাইন লিমিটেড পঞ্চম হয়েছে। ব্যানদো ডিজাইন লিমিটেড লায়লা গ্রুপের প্রতিষ্ঠান। সর্বশেষ বিজিএমইএ কাপে চ্যাম্পিয়ন হওয়ায় তারা এবার বিশ^ করপোরেট ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ০-৬ গোলে হারে। গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছিল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি। মরক্কোর ইসিডব্লিউপির সঙ্গে ১-১ ও আরব আমিরাতের চালউবের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও কানাডার ওয়াচমোজোর সঙ্গে ৪-১ গোলে জিতে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয় ব্যানদো।

ইরান, সৌদি আরব, আয়ারল্যান্ড, তিউনিশিয়া, বাংলাদেশ, মরক্কো, ইংল্যান্ড, মোনাকো, মালি, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, সুইজারল্যান্ড এবং কানাডার দল তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয়।