হরভজনকে খুঁজছে শোয়েব

হেসে খেলেই শক্তিশালী ভারতকে পরাজিত করলো পাকিস্তান। এ ম্যাচ শুরুর কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ম্যাচটি নিয়ে কথার যুদ্ধে মেতেছিলেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। যেখানে হরভজন সিংয়ের কথায় স্পষ্ট ছিল কটাক্ষের ছাপ। ঐতিহাসিক জয়ের পর এবার ভাজ্জিকে একহাত নিলেন শোয়েব আখতার।

হরভজনকে শোয়েব সবজান্তা বললে, তার উত্তরে টেস্টে শোয়েবের উইকেট সংখ্যা নিয়ে তাকে উপহাস করেন সাবেক ভারতীয় অফ স্পিনার। এমনকি ভারত পাকিস্তানকে উড়িয়ে দিবে বলে ভবিষ্যতবাণী করেন হরভজন। ওয়াকওভারও নিতে বলেন বিশ্বকাপ থেকে। এতসব অপমান ভেতরে পুষে রেখেছিলেন শোয়েব। ম্যাচ জয়ের পর যেন আগ্নেয়াগিরির মতো বেরিয়ে এল সব।

নিজের ফেইসবুক পেজ ও টুইটারে নিজের একটি ভিডিও আপলোড করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যেখানে বেশ মজাদার ভঙ্গিতে হরভজনকে তার অপমান ফিরিয়ে দেন শোয়েব। ভিডিওটিতে তিনি বলেন, ‘হ্যাঁ হরভজন সিং! ওয়াকওভার নিবে? তাহলে আর কি করার। উপভোগ কর এবং সহ্য কর।’

পাকিস্তানের জয়ের পর একটি পোস্টও দেন শোয়েব। যেখানে লেখেন, ‘কই তুমি বন্ধু হরভজন সিং?’। ফেইসবুক ও টুইটারের জগৎ এখন তাদের এ লড়াইকে কেন্দ্র করে মাতামাতি করছে।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ , ১০ কার্তিক ১৪২৮ ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

হরভজনকে খুঁজছে শোয়েব

সংবাদ স্পোর্টস ডেস্ক

হেসে খেলেই শক্তিশালী ভারতকে পরাজিত করলো পাকিস্তান। এ ম্যাচ শুরুর কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ম্যাচটি নিয়ে কথার যুদ্ধে মেতেছিলেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। যেখানে হরভজন সিংয়ের কথায় স্পষ্ট ছিল কটাক্ষের ছাপ। ঐতিহাসিক জয়ের পর এবার ভাজ্জিকে একহাত নিলেন শোয়েব আখতার।

হরভজনকে শোয়েব সবজান্তা বললে, তার উত্তরে টেস্টে শোয়েবের উইকেট সংখ্যা নিয়ে তাকে উপহাস করেন সাবেক ভারতীয় অফ স্পিনার। এমনকি ভারত পাকিস্তানকে উড়িয়ে দিবে বলে ভবিষ্যতবাণী করেন হরভজন। ওয়াকওভারও নিতে বলেন বিশ্বকাপ থেকে। এতসব অপমান ভেতরে পুষে রেখেছিলেন শোয়েব। ম্যাচ জয়ের পর যেন আগ্নেয়াগিরির মতো বেরিয়ে এল সব।

নিজের ফেইসবুক পেজ ও টুইটারে নিজের একটি ভিডিও আপলোড করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যেখানে বেশ মজাদার ভঙ্গিতে হরভজনকে তার অপমান ফিরিয়ে দেন শোয়েব। ভিডিওটিতে তিনি বলেন, ‘হ্যাঁ হরভজন সিং! ওয়াকওভার নিবে? তাহলে আর কি করার। উপভোগ কর এবং সহ্য কর।’

পাকিস্তানের জয়ের পর একটি পোস্টও দেন শোয়েব। যেখানে লেখেন, ‘কই তুমি বন্ধু হরভজন সিং?’। ফেইসবুক ও টুইটারের জগৎ এখন তাদের এ লড়াইকে কেন্দ্র করে মাতামাতি করছে।