দীর্ঘদিন পর সিনেমায় রুমানা

বিয়ের পর রুমানা এখন আমেরিকাতেই অবস্থান করছেন। এরই মধ্যে ২০১৯ সালের ২২ অক্টোবর তিনি মেয়ের মা হয়েছেন। সব মিলিয়ে এখন তিনি পুরোদস্তুর গৃহিণী। অভিনয়ে আর ফেরার কোন সম্ভাবনাও নেই। দশ বছর আগে রুমানা এফ আই মানিকের পরিচালনায় ও ডিপজলের প্রযোজনায় দেশপ্রেমের গল্পের সিনেমা ‘এ দেশ তোমার আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ডিপজলের প্রযোজনা সংস্থা থেকে জানা যায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যতো বেশি সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেয়া যায়।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে মুঠোফোনে আমেরিকা থেকে রুমানা বলেন, ‘ঠিক মনে নেই আসলে কতো বছর আগে এই সিনেমাতে অভিনয় করেছিলাম। তবে ১০ বছরের বেশিতো হবেই। এই সিনেমার তিনজন শিল্পী আমাদের মাঝে নেই। তিনজন হলেন শ্রদ্ধেয় মিজু আহমেদ, দিতি ও অলি। এরমধ্যে আমরা আরো অনেককে হারিয়েছি। আমাদের সংস্কৃতি অঙ্গনটাও অভিভাবক শূণ্য হয়ে যাচ্ছে। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এদেশে তোমার আমার সিনেমাটি হলে গিয়ে যেন দেখেন। এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার গল্পের সিনেমা।’

রুমানা জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায়না’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় অপূর্বর বিপরীতে সর্বশেষ একটি নাটকে তিনি অভিনয় করেন। ২০১৫ সালের ৭ আগস্ট রুমানা এলানকে বিয়ে করেন। রুমানার একমাত্র মেয়ের নাম আভানকা। রুমানা জানান চলতি বছরের শেষপ্রান্তে তার দেশে ফেরার ইচ্ছে রয়েছে।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১ , ১১ কার্তিক ১৪২৮ ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

দীর্ঘদিন পর সিনেমায় রুমানা

বিনোদন প্রতিবেদক

image

বিয়ের পর রুমানা এখন আমেরিকাতেই অবস্থান করছেন। এরই মধ্যে ২০১৯ সালের ২২ অক্টোবর তিনি মেয়ের মা হয়েছেন। সব মিলিয়ে এখন তিনি পুরোদস্তুর গৃহিণী। অভিনয়ে আর ফেরার কোন সম্ভাবনাও নেই। দশ বছর আগে রুমানা এফ আই মানিকের পরিচালনায় ও ডিপজলের প্রযোজনায় দেশপ্রেমের গল্পের সিনেমা ‘এ দেশ তোমার আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেই সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ডিপজলের প্রযোজনা সংস্থা থেকে জানা যায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যতো বেশি সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেয়া যায়।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে মুঠোফোনে আমেরিকা থেকে রুমানা বলেন, ‘ঠিক মনে নেই আসলে কতো বছর আগে এই সিনেমাতে অভিনয় করেছিলাম। তবে ১০ বছরের বেশিতো হবেই। এই সিনেমার তিনজন শিল্পী আমাদের মাঝে নেই। তিনজন হলেন শ্রদ্ধেয় মিজু আহমেদ, দিতি ও অলি। এরমধ্যে আমরা আরো অনেককে হারিয়েছি। আমাদের সংস্কৃতি অঙ্গনটাও অভিভাবক শূণ্য হয়ে যাচ্ছে। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এদেশে তোমার আমার সিনেমাটি হলে গিয়ে যেন দেখেন। এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার গল্পের সিনেমা।’

রুমানা জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায়না’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় অপূর্বর বিপরীতে সর্বশেষ একটি নাটকে তিনি অভিনয় করেন। ২০১৫ সালের ৭ আগস্ট রুমানা এলানকে বিয়ে করেন। রুমানার একমাত্র মেয়ের নাম আভানকা। রুমানা জানান চলতি বছরের শেষপ্রান্তে তার দেশে ফেরার ইচ্ছে রয়েছে।