খুলনায় বাবা-মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

খুলনার কয়রা উপজেলায় পুকুর থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত বলতে পারেনি। তবে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ তিনটি পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রাম থেকে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তারা লাশগুলো উদ্ধার করেন। নিহতরা হলেন- ওই গ্রামের হাবিবুর রহমান (৩০), তার স্ত্রী বিউটি (২৬) ও মেয়ে হাবিবা (১১)।

পরিদর্শক শাহাদাত বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ লুকানোর চেষ্টা করা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সামাদ গাজী বলেন, যে তিনজনকে হত্যা করা হয়েছে, তারা আমার পরিচিত। হাবিবুর পেশায় দিনমজুর। মেয়ে হাবিবা সপ্তম শ্রেণীর ছাত্রী। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

চেয়ারম্যানও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১ , ১১ কার্তিক ১৪২৮ ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

খুলনায় বাবা-মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

জেলা বার্তা পরিবেশক, খুলনা

খুলনার কয়রা উপজেলায় পুকুর থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত বলতে পারেনি। তবে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ তিনটি পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রাম থেকে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তারা লাশগুলো উদ্ধার করেন। নিহতরা হলেন- ওই গ্রামের হাবিবুর রহমান (৩০), তার স্ত্রী বিউটি (২৬) ও মেয়ে হাবিবা (১১)।

পরিদর্শক শাহাদাত বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ লুকানোর চেষ্টা করা হয়। লাশগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সামাদ গাজী বলেন, যে তিনজনকে হত্যা করা হয়েছে, তারা আমার পরিচিত। হাবিবুর পেশায় দিনমজুর। মেয়ে হাবিবা সপ্তম শ্রেণীর ছাত্রী। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

চেয়ারম্যানও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি।