আরও ৩ আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত মাছ ধরার জাল উদ্ধার

রংপুরের পীরগঞ্জে তাণ্ডবের ঘটনায় গতকাল আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে জেলেপাড়া থেকে লুট করে নিয়ে যাওয়া একটি মাছ ধরার জাল। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পীরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম, আশিকুর রহমান ও রাজিন ওরফে পলাশ নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট করে নিয়ে যাওয়া একটি মাছ ধরার জাল।

এদিকে গ্রেপ্তারকৃত ৩ আসামিকে মঙ্গলবার দুপুর তিনটার দিকে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে। কোর্টে এসআই শহিদুল ইসলাম জানান, আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি খান।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১ , ১১ কার্তিক ১৪২৮ ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

পীরগঞ্জে তাণ্ডব

আরও ৩ আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত মাছ ধরার জাল উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

রংপুরের পীরগঞ্জে তাণ্ডবের ঘটনায় গতকাল আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে জেলেপাড়া থেকে লুট করে নিয়ে যাওয়া একটি মাছ ধরার জাল। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পীরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম, আশিকুর রহমান ও রাজিন ওরফে পলাশ নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট করে নিয়ে যাওয়া একটি মাছ ধরার জাল।

এদিকে গ্রেপ্তারকৃত ৩ আসামিকে মঙ্গলবার দুপুর তিনটার দিকে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে। কোর্টে এসআই শহিদুল ইসলাম জানান, আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি খান।