ঢাবি এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েশিশুটির বয়স এক দিন বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার এসআই জাফর সাংবাদিকদের বলেন, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বন্ধ ফটকের কাছ থেকে মেয়েশিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে ৯৯৯-এ ফোন করে বিশ্ববিদ্যালয় এলাকায় নবজাতক পাওয়ার খবর জানান এক ব্যক্তি। পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর শিশুটিকে দাফন করা হবে। নিয়ম অনুযায়ী, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হবে।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১ , ১১ কার্তিক ১৪২৮ ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

ঢাবি এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েশিশুটির বয়স এক দিন বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার এসআই জাফর সাংবাদিকদের বলেন, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বন্ধ ফটকের কাছ থেকে মেয়েশিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে ৯৯৯-এ ফোন করে বিশ্ববিদ্যালয় এলাকায় নবজাতক পাওয়ার খবর জানান এক ব্যক্তি। পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর শিশুটিকে দাফন করা হবে। নিয়ম অনুযায়ী, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হবে।