নেটে ছবি প্রকাশের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছে টাকা দাবি

সিদ্ধিরগঞ্জে প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ছবি ইন্টারনেটে ছাড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দশ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন । ঘটনাটি সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার।

জানা যায়, কালুহাজী রোডের প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে আলী আজগরের সঙ্গে টাকা লেনদেন করত একই এলাকার দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রী। সে সুবাধে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এ সুযোগে আজগর গৃহবধূর অজান্তে বিভিন্ন ভিডিও ও ছবি তুলে রাখে। বর্তমানে এসব ছবি তার আত্মীয় স্বজনকে দেখাচ্ছে। পাশাপাশি এসব ভিডিও ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আলী আজগর ওই গৃহবধূর কাছে টাকা দাবি করছে।

পরিচয় গোপন রাখার শর্তে ওই গৃহবধূ বলেন, লোক লজ্জার ভয়ে এতদিন নিরব ছিলাম। আমার আত্মীয়স্বজনকে ভিডিও ও ছবি দেখিয়ে সব জানিয়ে দিয়ে অর্থ দাবি করায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। এ বিষয়ে আলী আজগর জানায়, তার সাথে আমার আর্থিক লেনদেন ছিল। কোন অনৈতিক সম্পর্ক ছিল না। ভিডিও বা ছবি কোন কিছু আমার কাছে নেই। দশ লাখ টাকা দাবির অভিযোগ সঠিক নয়।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

নেটে ছবি প্রকাশের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছে টাকা দাবি

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

সিদ্ধিরগঞ্জে প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ছবি ইন্টারনেটে ছাড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দশ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন । ঘটনাটি সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার।

জানা যায়, কালুহাজী রোডের প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে আলী আজগরের সঙ্গে টাকা লেনদেন করত একই এলাকার দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রী। সে সুবাধে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এ সুযোগে আজগর গৃহবধূর অজান্তে বিভিন্ন ভিডিও ও ছবি তুলে রাখে। বর্তমানে এসব ছবি তার আত্মীয় স্বজনকে দেখাচ্ছে। পাশাপাশি এসব ভিডিও ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আলী আজগর ওই গৃহবধূর কাছে টাকা দাবি করছে।

পরিচয় গোপন রাখার শর্তে ওই গৃহবধূ বলেন, লোক লজ্জার ভয়ে এতদিন নিরব ছিলাম। আমার আত্মীয়স্বজনকে ভিডিও ও ছবি দেখিয়ে সব জানিয়ে দিয়ে অর্থ দাবি করায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। এ বিষয়ে আলী আজগর জানায়, তার সাথে আমার আর্থিক লেনদেন ছিল। কোন অনৈতিক সম্পর্ক ছিল না। ভিডিও বা ছবি কোন কিছু আমার কাছে নেই। দশ লাখ টাকা দাবির অভিযোগ সঠিক নয়।