বিরতি ভেঙে গতিতে কেয়া

একুশ বছরের ক্যারিয়ার চিত্রনায়িকা কেয়ার। কখনো সিনেমায় অভিনয় করে, আবার কখনো বিজ্ঞাপনে মডেল হয়ে, আবার কখনো নাটকে অভিনয় করে নানান ভাবেই আলোচনায় থেকেছেন এই নায়িকা। পরিবারের কারণে মাঝখানে একটা দীর্ঘ বিরতি ছিলো তার। সাফিউদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’ সিনেমা দিয়ে তিনি সেই বিরতি ভাঙেন। বর্তমানে কেয়া সিনেমা, বিজ্ঞাপন এবং নাটক সব মাধ্যমেই কাজ করছেন। পাশাপাশি পরিবারকেও সময় দিচ্ছেন।

কেয়ার হাতে এই মুহূর্তে রয়েছে পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছেÑ ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’, ‘কথা দিলাম’, ‘বনলতা’ ও ‘মুনাফিক’। কেয়া বলেন, ‘এর মধ্যে কয়েকটি সিনেমার কাজ শেষ, কয়েকটি সিনেমারা ডাবিং বাকি। আমার অভিনীত পাঁচটি সিনেমারই গল্প নিয়ে আমি দারুণ আশাবাদী। প্রত্যেকটিতে আমার চরিত্র এক কথায় অসাধারণ। আমি নিজে কাজ করে ভীষণ তৃপ্ত। আমি বিশ^াস করি এ সিনেমাগুলো দর্শকের ভালোলাগবে। বিগত একুশ বছরে আমি দর্শকের ভালোবাসায় এগিয়ে চলেছি আগামীর পথে। দর্শকের ভালোবাসাকে সঙ্গী করেই আরো বহুদূর যেতে চাই।’ এদিকে কেয়া এরই মধ্যে শেষ করেছেন এ বাবুল পরিচালিত ‘পিরিতের হাট বাজার’ নামের একটি নাটক। এতে তার বিপরীতে আছেন এম এ সালাম সুমন। আগামী ৩০ অক্টোবর রাত ১০টায় নাটকটি একুশে টিভিতে প্রচার হবে। কেয়া জানান, গল্প এবং চরিত্র ভালো হলে তিনি নাটকেও কাজ করতে আগ্রহী। আগ্রহী কেয়া ভালো গল্পের ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্মেও।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

বিরতি ভেঙে গতিতে কেয়া

বিনোদন প্রতিবেদক

image

একুশ বছরের ক্যারিয়ার চিত্রনায়িকা কেয়ার। কখনো সিনেমায় অভিনয় করে, আবার কখনো বিজ্ঞাপনে মডেল হয়ে, আবার কখনো নাটকে অভিনয় করে নানান ভাবেই আলোচনায় থেকেছেন এই নায়িকা। পরিবারের কারণে মাঝখানে একটা দীর্ঘ বিরতি ছিলো তার। সাফিউদ্দিন সাফির ‘ব্ল্যাকমানি’ সিনেমা দিয়ে তিনি সেই বিরতি ভাঙেন। বর্তমানে কেয়া সিনেমা, বিজ্ঞাপন এবং নাটক সব মাধ্যমেই কাজ করছেন। পাশাপাশি পরিবারকেও সময় দিচ্ছেন।

কেয়ার হাতে এই মুহূর্তে রয়েছে পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছেÑ ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’, ‘কথা দিলাম’, ‘বনলতা’ ও ‘মুনাফিক’। কেয়া বলেন, ‘এর মধ্যে কয়েকটি সিনেমার কাজ শেষ, কয়েকটি সিনেমারা ডাবিং বাকি। আমার অভিনীত পাঁচটি সিনেমারই গল্প নিয়ে আমি দারুণ আশাবাদী। প্রত্যেকটিতে আমার চরিত্র এক কথায় অসাধারণ। আমি নিজে কাজ করে ভীষণ তৃপ্ত। আমি বিশ^াস করি এ সিনেমাগুলো দর্শকের ভালোলাগবে। বিগত একুশ বছরে আমি দর্শকের ভালোবাসায় এগিয়ে চলেছি আগামীর পথে। দর্শকের ভালোবাসাকে সঙ্গী করেই আরো বহুদূর যেতে চাই।’ এদিকে কেয়া এরই মধ্যে শেষ করেছেন এ বাবুল পরিচালিত ‘পিরিতের হাট বাজার’ নামের একটি নাটক। এতে তার বিপরীতে আছেন এম এ সালাম সুমন। আগামী ৩০ অক্টোবর রাত ১০টায় নাটকটি একুশে টিভিতে প্রচার হবে। কেয়া জানান, গল্প এবং চরিত্র ভালো হলে তিনি নাটকেও কাজ করতে আগ্রহী। আগ্রহী কেয়া ভালো গল্পের ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্মেও।