যুক্তরাষ্ট্রে সংবর্ধিত তানভীর তারেক

গত এক মাসজুড়ে নিউইয়র্ক, কানেক্টিকাট, শিকাগো, মিশিগান, কলারডো ও ক্যালিফোর্নিয়ায় ভ্রমণ করেন সাংবাদিক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক। গত ১ অক্টোবর শিকাগোতে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীত পরিচালক ও গণমাধ্যম কর্মী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় তানবীরকে। শিকাগোয় নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মনির চৌধুরী এই সম্মাননা তুলে দেন তানভীরের হাতে। শিকাগোতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ২০টি দেশের কূটনৈতিক অংশ নেন। এরপর মিশিগানের বাঙালি অধ্যুষিত এলাকা হ্যামট্রামিকে ‘বাংলা সংবাদ’ পত্রিকার আয়োজিত অনুষ্ঠানে মেয়র ক্যারেন মায়েস্কি’র হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তানভীর তারেক। মিশিগানের অনুষ্ঠান শেষে কলারডোর ডেনভার ঘুরে সানফ্রানন্সিসকে বায়োস্কপ ফিল্মস এর আয়োজনেও এক গানের আড্ডায় সংবর্ধনা পান তিনি। সর্বশেষ নিউইয়র্কে হাসানুজ্জামান সাকী ও আলমগীর খান আলমের উদ্যোগে তানভীর তারেকের ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তিকে উদযাপন করেন প্রায় অর্ধশত শিল্পী কলাকুশলী।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

যুক্তরাষ্ট্রে সংবর্ধিত তানভীর তারেক

বিনোদন প্রতিবেদক

image

গত এক মাসজুড়ে নিউইয়র্ক, কানেক্টিকাট, শিকাগো, মিশিগান, কলারডো ও ক্যালিফোর্নিয়ায় ভ্রমণ করেন সাংবাদিক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক। গত ১ অক্টোবর শিকাগোতে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীত পরিচালক ও গণমাধ্যম কর্মী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় তানবীরকে। শিকাগোয় নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মনির চৌধুরী এই সম্মাননা তুলে দেন তানভীরের হাতে। শিকাগোতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ২০টি দেশের কূটনৈতিক অংশ নেন। এরপর মিশিগানের বাঙালি অধ্যুষিত এলাকা হ্যামট্রামিকে ‘বাংলা সংবাদ’ পত্রিকার আয়োজিত অনুষ্ঠানে মেয়র ক্যারেন মায়েস্কি’র হাত থেকে সম্মাননা গ্রহণ করেন তানভীর তারেক। মিশিগানের অনুষ্ঠান শেষে কলারডোর ডেনভার ঘুরে সানফ্রানন্সিসকে বায়োস্কপ ফিল্মস এর আয়োজনেও এক গানের আড্ডায় সংবর্ধনা পান তিনি। সর্বশেষ নিউইয়র্কে হাসানুজ্জামান সাকী ও আলমগীর খান আলমের উদ্যোগে তানভীর তারেকের ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তিকে উদযাপন করেন প্রায় অর্ধশত শিল্পী কলাকুশলী।