তাহসানের গানে মডেল হতে চান শাকিলা

জিসান খান শুভর লেখা ও সুরে অয়ন চাকলাদারের সঙ্গীতায়োজনে মাহাদী সুলতানের গাওয়া ‘তোর মন পাড়ায়’ গানে মডেল হওয়ার মাধ্যমে শাকিলার ক্যারিয়ারের সূচনা। এর মধ্যে শাকিলা নতুন আরো অনেক মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। শাকিলা বলেন, ‘তোর মন পাড়ায় গানটি আমার ক্যারিয়ারের জন্য ছিলো আশীর্বাদ। এই গানটিই মূলত শ্রোতা দর্শকের মধ্যে আমাকে আলোচনায় নিয়ে এসেছে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ তোর মন পাড়ায় গানটির পুরো টিমের কাছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রিমন। বেশ যতœ নিয়ে তিনি এটি নির্মাণ করেছিলেন।’

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

তাহসানের গানে মডেল হতে চান শাকিলা

বিনোদন প্রতিবেদক

image

জিসান খান শুভর লেখা ও সুরে অয়ন চাকলাদারের সঙ্গীতায়োজনে মাহাদী সুলতানের গাওয়া ‘তোর মন পাড়ায়’ গানে মডেল হওয়ার মাধ্যমে শাকিলার ক্যারিয়ারের সূচনা। এর মধ্যে শাকিলা নতুন আরো অনেক মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। শাকিলা বলেন, ‘তোর মন পাড়ায় গানটি আমার ক্যারিয়ারের জন্য ছিলো আশীর্বাদ। এই গানটিই মূলত শ্রোতা দর্শকের মধ্যে আমাকে আলোচনায় নিয়ে এসেছে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ তোর মন পাড়ায় গানটির পুরো টিমের কাছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রিমন। বেশ যতœ নিয়ে তিনি এটি নির্মাণ করেছিলেন।’