যানবাহনসহ ডুবলো ফেরি

হামজা ও রুস্তম দিয়ে তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে কাত হয়ে ডুবে যাওয়া ৪৮০ টন ওজনের শাহ আমানত ফেরিটি গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

উদ্ধারকারী জাহাজের ওজন ফেরির ছেয়ে কম হওয়ায় তা সম্ভব্য হয়নি। তবে ফেরিটি উদ্ধারে হামজা ও রুস্তমসহ একাধিক উদ্ধারকারী জাহাজ কাজ করছে। তবে কাত হয়ে যাওয়ায় ফেরিটির ওজন বেড়ে গেছে। তাই ফেরিটি উদ্ধারে দুই-একদিন সময় লাগবে বলে নৌমন্ত্রণালয়ের সূত্র জানায়।

তবে কারণ উদ্ধারে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নৌপরিবহন সচিবের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফেরিঘাটে গাড়ি আনলোড করার সময় ফেরিতে অতিরিক্ত পানি উঠায় এবং পন্টুনের সঙ্গে ফেরির বন্ধন না থাকায় ঘাটেই আমানত শাহ নামের ফেরিটি উল্টে ডুবে গেছে। এ সময় ফেরিতে থাকা কাভার্ড ভ্যানসহ ১৫টি ট্রাক ও ১৪টি মোটরসাইকেল এবং দুইটি প্রাইভেট কার নদীতে ডুবে যায়। ফেরিটি ডুবে যাওয়ার আগে মাত্র দুইটি ট্রাক ঘাটে নামতে পেরেছিল। অন্যান্য গাড়িসহ ফেরিটি ঘাটেই উল্টে কাত হয়ে ডুবে যায়। তাড়াহুড়ো না করে সামান্য সতর্ক হলে এই দুর্ঘটনা সামাল দেয়া যেত বলে সংশ্লিষ্টরা জানান।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল সকাল নয়টায় দৌলতদিয়া ফেরিঘাট থেকে ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ কিছু যাত্রী লোড করে আমানত শাহ নামের ফেরিটি পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল সাড়ে নয়টায় পাটুরিয়া ঘাটে ভিড়ে।

মাঝনদীতেই ফেরিতে পানি উঠতে থাকায় ফেরির গতিবাড়িয়ে অতিদ্রুত পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটে ভিড়ে যায় ফেরিটি। তাড়াহুড়োর সময় পুরাতন ফেরিটির তলা ফেটে তীব্র গতিতে ফেরিতে পানি উঠতে থাকে। এ সময় তাড়াহুড়ো করে ট্রাক আনলোড করতে গিয়ে ফেরি কর্তৃপক্ষ ফেরিটি পল্টুনের সঙ্গে বাঁধতেই ভুলে যায়।

এতে মাত্র দুইটি ট্রাক ফেরির পূর্ব দিক থেকে নামলেই ফেরিটি পশ্চিম দিকে ভারী হয়ে যায় এবং পশ্চিম দিকেই কাত হয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় ফেরিটিতে থাকা ট্রাকগুলো একটি আরেকটির উপর ছিটকে পরে পানিতে তলিয়ে যায়।

ফেরিতে পনেরটি ট্রাক, দুইটি প্রাইভেটকার ও চৌদ্দটি মোটরসাইকেল এবং কিছু যাত্রী ছিল। খবর পেয়ে পাটুরিয়া ঘাটে ফায়ার সার্র্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘাটে পৌঁছান এবং এখন পর্যন্ত ঘাটে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ ও পনেরটি ট্রাক, দুইটি প্রাইভেটকার ও চোদ্দটি মোটরসাইকেলের মধ্যে এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ছয়টা) তিনটি ট্রাক ও পাঁচটি কাভার্ড ভ্যান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অপরদিকে পাটুরিয়া ঘাটে ইতিহাসের বিরল ঘটনা ফেরিডুবি দেখার জন্য দূরদূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসতে থাকেন পাটুরিয়া ঘাটে। সকাল থেকে এই পর্যন্ত পাটুরিয়াঘাট এলাকায় কয়েক হাজার মানুষ ভিড় করেছেন। কৌতুহলী মানুষের ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। উৎসুক মানুষের ভিড় সামাল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে হিমশিম খেতে দেখা গেছে।

হামজা ও রুস্তম দিয়ে ফেরি উদ্ধার করা যাচ্ছে না

উদ্ধারকারী জাহাজ হামজা ইতিমধ্যে ডুবে যাওয়া দুটি ট্রাক টেনে তুলেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূরুল আলম। তিনি বলেন, ফেরিটির ভেতরে পানি ঢুকে এটির ওজন হাজার টনের বেশি দাঁড়িয়েছে বলে ধারণা করা যায়। কিন্তু হামজার সক্ষমতা মাত্র ৬০ টন। হামজাকে দিয়ে কিভাবে ফেরিটিকে উদ্ধার করা যাবে সে বিষয়ে কর্মকর্তারা আলোচনা করা হয়েছে।

পদ্মায় কাত হয়ে উল্টে যাওয়া ফেরি উদ্ধারে পাটুরিয়া ঘাটে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। রো রো ফেরি শাহ আমানতকে বাঁধা হয়েছে হয়েছে হামজার সঙ্গে। তবে কাত হয়ে ফেরিটির মাঝে পানি ঢুকে ওজন বেড়ে যাওয়ায় উদ্ধার কাজে জটিলতার আভাস মিলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ফেরি দুর্ঘটনার পর নৌ-মন্ত্রণালয়ের সংস্থাগুলোর উদ্ধার সরঞ্জাম দিয়ে কাজ হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবার নৌ দুর্ঘটনার পর যে চিত্র দেখা যায়, এবারও এর ব্যতিক্রম দেখা যায়নি। সরকারি সংস্থাগুলোর কাছে থাকা উদ্ধারকারী সরঞ্জামগুলো কাজ করেনি।

নৌ দুর্ঘটনার পর ঘটনার শিকার জাহাজ উদ্ধারে বেশিরভাগ সময় দায়িত্ব পড়ে বিআইডব্লিউটিএ-এর ওপর। কিন্তু সংস্থাটির উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার ধারণক্ষমতা খুবই কম। এবারও দ্রুতই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে হামজা।

ঘটনাস্থলে এসে বিআইডব্লিউটিএ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আলম বলেন, ‘দুর্ঘটনার পরপরই আরিচা ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজাকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৪টা পর্যন্ত হামজা দুটি ট্রাক টেনে তুলতে সক্ষম হয়। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে, ফেরিটিকে উদ্ধার করা। ডুবে থাকা ট্রাকগুলোকে শনাক্ত করা গেছে। ট্রাকগুলোতে দড়ি বাঁধার কাজ চলছে। এর মধ্যে দুটি ট্রাক টেনে তোলা হয়েছে হামজাকে দিয়ে। উদ্ধার অভিযান দীর্ঘতর হতে পারে বলে আভাস দেন তিনি।

তবে এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোন সংবাদ পাওয়া যায়নি জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত কেউ নিখোঁজ আছেন বলে জানা যায়নি। ফেরির ভেতরে থাকা যানবাহনগুলোতে তল্লাশি এখনও চলছে।

তদন্ত কমিটি গঠন

রো রো ফেরি শাহ আমানত গতকাল সকালে মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ভিড়ার পর কাত হয়ে অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। ফেরি দুর্ঘটনার কারণ অনুন্ধানপূর্বক ভবিষ?্যতে এ ধরনের দুর্ঘটনারোধকল্পে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নৌপরিবহন সচিবের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আবদুল হামিদ কমিটির আহ্বায়ক এবং সদস?্য সচিব বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেনÑ বিআইডব্লিউটিএ’র পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌপরিবহন অধিদপ্তরের নটিক?্যাল সার্ভয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ?্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল এবং নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

পাটুরিয়া ঘাটে

যানবাহনসহ ডুবলো ফেরি

হামজা ও রুস্তম দিয়ে তদন্ত কমিটি গঠন

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে কাত হয়ে ডুবে যাওয়া ৪৮০ টন ওজনের শাহ আমানত ফেরিটি গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্ধার করতে পারেনি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

উদ্ধারকারী জাহাজের ওজন ফেরির ছেয়ে কম হওয়ায় তা সম্ভব্য হয়নি। তবে ফেরিটি উদ্ধারে হামজা ও রুস্তমসহ একাধিক উদ্ধারকারী জাহাজ কাজ করছে। তবে কাত হয়ে যাওয়ায় ফেরিটির ওজন বেড়ে গেছে। তাই ফেরিটি উদ্ধারে দুই-একদিন সময় লাগবে বলে নৌমন্ত্রণালয়ের সূত্র জানায়।

তবে কারণ উদ্ধারে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নৌপরিবহন সচিবের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফেরিঘাটে গাড়ি আনলোড করার সময় ফেরিতে অতিরিক্ত পানি উঠায় এবং পন্টুনের সঙ্গে ফেরির বন্ধন না থাকায় ঘাটেই আমানত শাহ নামের ফেরিটি উল্টে ডুবে গেছে। এ সময় ফেরিতে থাকা কাভার্ড ভ্যানসহ ১৫টি ট্রাক ও ১৪টি মোটরসাইকেল এবং দুইটি প্রাইভেট কার নদীতে ডুবে যায়। ফেরিটি ডুবে যাওয়ার আগে মাত্র দুইটি ট্রাক ঘাটে নামতে পেরেছিল। অন্যান্য গাড়িসহ ফেরিটি ঘাটেই উল্টে কাত হয়ে ডুবে যায়। তাড়াহুড়ো না করে সামান্য সতর্ক হলে এই দুর্ঘটনা সামাল দেয়া যেত বলে সংশ্লিষ্টরা জানান।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল সকাল নয়টায় দৌলতদিয়া ফেরিঘাট থেকে ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ কিছু যাত্রী লোড করে আমানত শাহ নামের ফেরিটি পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল সাড়ে নয়টায় পাটুরিয়া ঘাটে ভিড়ে।

মাঝনদীতেই ফেরিতে পানি উঠতে থাকায় ফেরির গতিবাড়িয়ে অতিদ্রুত পাটুরিয়া পাঁচ নম্বর ঘাটে ভিড়ে যায় ফেরিটি। তাড়াহুড়োর সময় পুরাতন ফেরিটির তলা ফেটে তীব্র গতিতে ফেরিতে পানি উঠতে থাকে। এ সময় তাড়াহুড়ো করে ট্রাক আনলোড করতে গিয়ে ফেরি কর্তৃপক্ষ ফেরিটি পল্টুনের সঙ্গে বাঁধতেই ভুলে যায়।

এতে মাত্র দুইটি ট্রাক ফেরির পূর্ব দিক থেকে নামলেই ফেরিটি পশ্চিম দিকে ভারী হয়ে যায় এবং পশ্চিম দিকেই কাত হয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় ফেরিটিতে থাকা ট্রাকগুলো একটি আরেকটির উপর ছিটকে পরে পানিতে তলিয়ে যায়।

ফেরিতে পনেরটি ট্রাক, দুইটি প্রাইভেটকার ও চৌদ্দটি মোটরসাইকেল এবং কিছু যাত্রী ছিল। খবর পেয়ে পাটুরিয়া ঘাটে ফায়ার সার্র্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘাটে পৌঁছান এবং এখন পর্যন্ত ঘাটে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ ও পনেরটি ট্রাক, দুইটি প্রাইভেটকার ও চোদ্দটি মোটরসাইকেলের মধ্যে এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ছয়টা) তিনটি ট্রাক ও পাঁচটি কাভার্ড ভ্যান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

অপরদিকে পাটুরিয়া ঘাটে ইতিহাসের বিরল ঘটনা ফেরিডুবি দেখার জন্য দূরদূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসতে থাকেন পাটুরিয়া ঘাটে। সকাল থেকে এই পর্যন্ত পাটুরিয়াঘাট এলাকায় কয়েক হাজার মানুষ ভিড় করেছেন। কৌতুহলী মানুষের ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। উৎসুক মানুষের ভিড় সামাল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে হিমশিম খেতে দেখা গেছে।

হামজা ও রুস্তম দিয়ে ফেরি উদ্ধার করা যাচ্ছে না

উদ্ধারকারী জাহাজ হামজা ইতিমধ্যে ডুবে যাওয়া দুটি ট্রাক টেনে তুলেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূরুল আলম। তিনি বলেন, ফেরিটির ভেতরে পানি ঢুকে এটির ওজন হাজার টনের বেশি দাঁড়িয়েছে বলে ধারণা করা যায়। কিন্তু হামজার সক্ষমতা মাত্র ৬০ টন। হামজাকে দিয়ে কিভাবে ফেরিটিকে উদ্ধার করা যাবে সে বিষয়ে কর্মকর্তারা আলোচনা করা হয়েছে।

পদ্মায় কাত হয়ে উল্টে যাওয়া ফেরি উদ্ধারে পাটুরিয়া ঘাটে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। রো রো ফেরি শাহ আমানতকে বাঁধা হয়েছে হয়েছে হামজার সঙ্গে। তবে কাত হয়ে ফেরিটির মাঝে পানি ঢুকে ওজন বেড়ে যাওয়ায় উদ্ধার কাজে জটিলতার আভাস মিলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ফেরি দুর্ঘটনার পর নৌ-মন্ত্রণালয়ের সংস্থাগুলোর উদ্ধার সরঞ্জাম দিয়ে কাজ হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবার নৌ দুর্ঘটনার পর যে চিত্র দেখা যায়, এবারও এর ব্যতিক্রম দেখা যায়নি। সরকারি সংস্থাগুলোর কাছে থাকা উদ্ধারকারী সরঞ্জামগুলো কাজ করেনি।

নৌ দুর্ঘটনার পর ঘটনার শিকার জাহাজ উদ্ধারে বেশিরভাগ সময় দায়িত্ব পড়ে বিআইডব্লিউটিএ-এর ওপর। কিন্তু সংস্থাটির উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার ধারণক্ষমতা খুবই কম। এবারও দ্রুতই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে হামজা।

ঘটনাস্থলে এসে বিআইডব্লিউটিএ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আলম বলেন, ‘দুর্ঘটনার পরপরই আরিচা ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজাকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল ৪টা পর্যন্ত হামজা দুটি ট্রাক টেনে তুলতে সক্ষম হয়। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে, ফেরিটিকে উদ্ধার করা। ডুবে থাকা ট্রাকগুলোকে শনাক্ত করা গেছে। ট্রাকগুলোতে দড়ি বাঁধার কাজ চলছে। এর মধ্যে দুটি ট্রাক টেনে তোলা হয়েছে হামজাকে দিয়ে। উদ্ধার অভিযান দীর্ঘতর হতে পারে বলে আভাস দেন তিনি।

তবে এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোন সংবাদ পাওয়া যায়নি জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত কেউ নিখোঁজ আছেন বলে জানা যায়নি। ফেরির ভেতরে থাকা যানবাহনগুলোতে তল্লাশি এখনও চলছে।

তদন্ত কমিটি গঠন

রো রো ফেরি শাহ আমানত গতকাল সকালে মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ভিড়ার পর কাত হয়ে অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। এতে ফেরিতে থাকা কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। ফেরি দুর্ঘটনার কারণ অনুন্ধানপূর্বক ভবিষ?্যতে এ ধরনের দুর্ঘটনারোধকল্পে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নৌপরিবহন সচিবের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আবদুল হামিদ কমিটির আহ্বায়ক এবং সদস?্য সচিব বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেনÑ বিআইডব্লিউটিএ’র পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌপরিবহন অধিদপ্তরের নটিক?্যাল সার্ভয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ?্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল এবং নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।