প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার আওতায় করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি ।
ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক গতকাল এই তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ দেশব্যাপী সব ইউনিয়ন, জেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় গণটিকা কার্যক্রমের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডোজ দেয়া হবে।
ডা. মো. শামসুল হক বলেন, ‘আমরা সব জেলা ও উপজেলায় মাইকিং করে জনগণকে জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে সব জায়গায় টিকা ও প্রয়োজনীয় লজিস্টিক্স পৌঁছে গেছে। আজকের কর্মসূচিতে প্রথম ডোজ দেয়া হবে না।
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩
নিজস্ব বার্তা পরিবেশক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার আওতায় করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে আজ। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি ।
ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক গতকাল এই তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ দেশব্যাপী সব ইউনিয়ন, জেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় গণটিকা কার্যক্রমের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডোজ দেয়া হবে।
ডা. মো. শামসুল হক বলেন, ‘আমরা সব জেলা ও উপজেলায় মাইকিং করে জনগণকে জানাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে সব জায়গায় টিকা ও প্রয়োজনীয় লজিস্টিক্স পৌঁছে গেছে। আজকের কর্মসূচিতে প্রথম ডোজ দেয়া হবে না।