আমাদের লক্ষ্য শিক্ষাকে জীবন ও সংস্কৃতিমুখী করা : শিক্ষামন্ত্রী

বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবি’র ২১তম ও ২২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতির ভাষণ দেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তন অনুষ্ঠানে অনলাইনে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জন, তবে আমাদের আরও অনেক কিছু অর্জন করতে হবে। আমাদের লক্ষ্য শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেয়া। শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং জীবন ও সংস্কৃতিমুখী, সৃজনশীল এবং আনন্দময় করা।’

আইইউবি অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাকালীন আইইউবিতে অনলাইন শিক্ষা কার্যক্রম ও অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন বা অনলাইন শিক্ষা কার্যক্রম, ই-লার্নিং, দূরশিক্ষণ ও অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি-নির্ভর শিক্ষা ব্যবস্থার ফলে এই করোনাকালেও আইইউবিতে মান সম্মত শিক্ষা বাস্তবায়িত হচ্ছে।’

সমাবর্তন বক্তব্য দেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা এখন তথ্য যুগে বসবাস করছি। দ্রƒত বর্ধনশীল প্রতিযোগিতার বাজারে গ্র্যাজুয়েটদের উপযুক্ত দক্ষতা অর্জন ও চিন্তাশক্তি বাড়াতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘স্নাতকরা শুধুমাত্র ভালো যোগ্য পেশাদারই নয় বরং স্বাধীন চিন্তাবিদও হবেন, সর্বোপরি সমাজের জন্য আদর্শ মানুষ হিসেবে নিজেকে তেরি করবেন।’

আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)-এর চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহ, উপাচার্য তানভীর হাসান ও উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

এবার সমাবর্তনে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের সুরাইয়া খান। তিনি চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন এবং সনদপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

সমাবর্তন অনুষ্ঠানে মোট দুই হাজার ১৪৩ জন শিক্ষার্থীর মধ্যে সনদ দেয়া হয়। এর মধ্যে ২১তম সমাবর্তনের মোট এক হাজার ২৭৯ জন গ্র্যাজুয়েটের মধ্যে ৮৯৯ জন স্নাতক ও ৩৮০ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সনদ পেয়েছে। আর ২২তম সমাবর্তনের ৮৬৪ গ্র্যাজুয়েটের মধ্যে ৬৭০ জন স্নাতক ও ১৯৪ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সনদ পেয়েছে।

আরও খবর
জাতীয় যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত : প্রধানমন্ত্রী
২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
ঢাবির দুই শিক্ষকের গবেষণায় চোর্যবৃত্তি, তদন্তে গড়িমসি
কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় ইউপি মেম্বার নিহত
হরিণার বিলে অবৈধ মাছের ঘের দেড় হাজার বিঘার ধান পচে গেছে
গণটিকার দ্বিতীয় ডোজ আজ শুরু
ডেঙ্গুজ্বরে আক্রান্ত ২৩ হাজার ছাড়িয়েছে
গুলশানে আবাসিক ভবনে আগুন : ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
২৮ বছর পর বাচ্চু মণ্ডলের সন্ধান পেল পরিবার
বাবুলের নারাজি আবেদনে আদেশ ৩ নভেম্বর
ছয় কোটি টাকার সম্পদের মালিক হয়েও বিনা চিকিৎসায় মারা যান পঙ্গু ইরান
রেইনট্রি ধর্ষণ মামলার রায় ঘোষণা ফের পেছালো

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

আইইউবির সমাবর্তন

আমাদের লক্ষ্য শিক্ষাকে জীবন ও সংস্কৃতিমুখী করা : শিক্ষামন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-আইইউবি’র ২১তম ও ২২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতির ভাষণ দেন এবং গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তন অনুষ্ঠানে অনলাইনে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জন, তবে আমাদের আরও অনেক কিছু অর্জন করতে হবে। আমাদের লক্ষ্য শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেয়া। শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং জীবন ও সংস্কৃতিমুখী, সৃজনশীল এবং আনন্দময় করা।’

আইইউবি অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাকালীন আইইউবিতে অনলাইন শিক্ষা কার্যক্রম ও অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন বা অনলাইন শিক্ষা কার্যক্রম, ই-লার্নিং, দূরশিক্ষণ ও অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি-নির্ভর শিক্ষা ব্যবস্থার ফলে এই করোনাকালেও আইইউবিতে মান সম্মত শিক্ষা বাস্তবায়িত হচ্ছে।’

সমাবর্তন বক্তব্য দেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা এখন তথ্য যুগে বসবাস করছি। দ্রƒত বর্ধনশীল প্রতিযোগিতার বাজারে গ্র্যাজুয়েটদের উপযুক্ত দক্ষতা অর্জন ও চিন্তাশক্তি বাড়াতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘স্নাতকরা শুধুমাত্র ভালো যোগ্য পেশাদারই নয় বরং স্বাধীন চিন্তাবিদও হবেন, সর্বোপরি সমাজের জন্য আদর্শ মানুষ হিসেবে নিজেকে তেরি করবেন।’

আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি)-এর চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহ, উপাচার্য তানভীর হাসান ও উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

এবার সমাবর্তনে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের সুরাইয়া খান। তিনি চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন এবং সনদপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

সমাবর্তন অনুষ্ঠানে মোট দুই হাজার ১৪৩ জন শিক্ষার্থীর মধ্যে সনদ দেয়া হয়। এর মধ্যে ২১তম সমাবর্তনের মোট এক হাজার ২৭৯ জন গ্র্যাজুয়েটের মধ্যে ৮৯৯ জন স্নাতক ও ৩৮০ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সনদ পেয়েছে। আর ২২তম সমাবর্তনের ৮৬৪ গ্র্যাজুয়েটের মধ্যে ৬৭০ জন স্নাতক ও ১৯৪ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী সনদ পেয়েছে।