গুলশানে আবাসিক ভবনে আগুন : ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর গুলশান-২ নম্বরের একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর সড়কের ৩৮/এ নম্বর ছয়তলা ভবনের ২য় তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে, গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দগ্ধরা হলেন, মালিহা আনহা উর্মি (৩২) ও তার ছেলে মাসরুর মোহাম্মদ রাফিন (২) ও তাদের বাসার গৃহকর্মী মনি (৩৫)। এ ঘটনায় শিশুটির বাবা ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ডিএম রফিকুল ইসলাম রাজিব (৩৫) বার্ন ইনস্টিটিউট থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি ৩ দগ্ধের নাম জানা যায়নি। তারা সামান্য দগ্ধ হওয়ায় স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, হাসপাতালে ভর্তি উর্মির শরীরের ৭০ শতাংশ, শিশু রাফিন ও মনি’র ৩০ শতাংশ করে দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক। মা ও ছেলেকে আইসিইউতে ও মনিকে ফিমেল এইচডিইউ’তে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভবনটির বাসিন্দারা জানান, দক্ষিণায়ণ নামে আবসিক ভবনটির নিচ তলার পুরোটাজুড়ে গাড়ি রাখার জায়গা, উপরের পাঁচটি ফ্লোরে দশটি ইউনিট রয়েছে। বেলা সোয়া ১১টার পরে দোতলার ফ্ল্যাটে এসি বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। ওই ২য় তলার ফ্ল্যাটের প্রায় সবগুলো রুমই আগুনে পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলার ফ্লাটের একটি করে ইউনিটেও। এসি বিস্ফোরণের ফলে জানালার কাচ ভেঙে সড়কের ওপর পড়ে। এতে সড়কে পার্কিংয়ে থাকা ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন ওই গাড়ির এক যাত্রীসহ এক রিকশাচালক।

এদিকে, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনের বাসিন্দাদের মধ্যে। সবাই তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। ষষ্ঠ তলার বাসিন্দা এক নারী জানান, আগুন লাগার পর পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে যায়। সন্তানদের নিয়ে তিনি দ্রুত নেমে আসেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি জানান, ছয়তলা ভবনটির ১, ২ ও ৩ তলায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাতজন দগ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর
জাতীয় যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত : প্রধানমন্ত্রী
২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
ঢাবির দুই শিক্ষকের গবেষণায় চোর্যবৃত্তি, তদন্তে গড়িমসি
কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় ইউপি মেম্বার নিহত
হরিণার বিলে অবৈধ মাছের ঘের দেড় হাজার বিঘার ধান পচে গেছে
গণটিকার দ্বিতীয় ডোজ আজ শুরু
আমাদের লক্ষ্য শিক্ষাকে জীবন ও সংস্কৃতিমুখী করা : শিক্ষামন্ত্রী
ডেঙ্গুজ্বরে আক্রান্ত ২৩ হাজার ছাড়িয়েছে
২৮ বছর পর বাচ্চু মণ্ডলের সন্ধান পেল পরিবার
বাবুলের নারাজি আবেদনে আদেশ ৩ নভেম্বর
ছয় কোটি টাকার সম্পদের মালিক হয়েও বিনা চিকিৎসায় মারা যান পঙ্গু ইরান
রেইনট্রি ধর্ষণ মামলার রায় ঘোষণা ফের পেছালো

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

গুলশানে আবাসিক ভবনে আগুন : ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর গুলশান-২ নম্বরের একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর সড়কের ৩৮/এ নম্বর ছয়তলা ভবনের ২য় তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে, গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দগ্ধরা হলেন, মালিহা আনহা উর্মি (৩২) ও তার ছেলে মাসরুর মোহাম্মদ রাফিন (২) ও তাদের বাসার গৃহকর্মী মনি (৩৫)। এ ঘটনায় শিশুটির বাবা ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখার ব্রাঞ্চ ম্যানেজার ডিএম রফিকুল ইসলাম রাজিব (৩৫) বার্ন ইনস্টিটিউট থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি ৩ দগ্ধের নাম জানা যায়নি। তারা সামান্য দগ্ধ হওয়ায় স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, হাসপাতালে ভর্তি উর্মির শরীরের ৭০ শতাংশ, শিশু রাফিন ও মনি’র ৩০ শতাংশ করে দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক। মা ও ছেলেকে আইসিইউতে ও মনিকে ফিমেল এইচডিইউ’তে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভবনটির বাসিন্দারা জানান, দক্ষিণায়ণ নামে আবসিক ভবনটির নিচ তলার পুরোটাজুড়ে গাড়ি রাখার জায়গা, উপরের পাঁচটি ফ্লোরে দশটি ইউনিট রয়েছে। বেলা সোয়া ১১টার পরে দোতলার ফ্ল্যাটে এসি বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। ওই ২য় তলার ফ্ল্যাটের প্রায় সবগুলো রুমই আগুনে পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলার ফ্লাটের একটি করে ইউনিটেও। এসি বিস্ফোরণের ফলে জানালার কাচ ভেঙে সড়কের ওপর পড়ে। এতে সড়কে পার্কিংয়ে থাকা ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন ওই গাড়ির এক যাত্রীসহ এক রিকশাচালক।

এদিকে, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনের বাসিন্দাদের মধ্যে। সবাই তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। ষষ্ঠ তলার বাসিন্দা এক নারী জানান, আগুন লাগার পর পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে যায়। সন্তানদের নিয়ে তিনি দ্রুত নেমে আসেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি জানান, ছয়তলা ভবনটির ১, ২ ও ৩ তলায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাতজন দগ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।