ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর প্রয়োজন রয়েছে : ইনু

জাসদ সভাপতি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর প্রয়োজন রয়েছে, যাতে করে মূলধারার গণমাধ্যমকর্মীরা আইনের অপপ্রয়োগ থেকে রক্ষা পায়।

তিনি দুপুরে সাতক্ষীরা জেলা জাসদের সম্মেলনে যোগ দেয়ার আগে সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারের মাধ্যমে একটি ডিজিটাল জগত তৈরি হয়েছে। সেই ডিজিটাল জগত সাম্প্রদায়িক শক্তির আক্রমণের মুখে। সাইবার অপরাধীরাও আক্রমণের মুখে। নারীর চরিত্র হনন করা হচ্ছে এই মাধ্যমে। সুতরাং সাইবার নিরাপত্তা এখন মানবাধিকার রক্ষার মৌলিক কাজ। তবে এর অপপ্রয়োগ হচ্ছে।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর প্রয়োজন রয়েছে : ইনু

প্রতিনিধি, সাতক্ষীরা

জাসদ সভাপতি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর প্রয়োজন রয়েছে, যাতে করে মূলধারার গণমাধ্যমকর্মীরা আইনের অপপ্রয়োগ থেকে রক্ষা পায়।

তিনি দুপুরে সাতক্ষীরা জেলা জাসদের সম্মেলনে যোগ দেয়ার আগে সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তারের মাধ্যমে একটি ডিজিটাল জগত তৈরি হয়েছে। সেই ডিজিটাল জগত সাম্প্রদায়িক শক্তির আক্রমণের মুখে। সাইবার অপরাধীরাও আক্রমণের মুখে। নারীর চরিত্র হনন করা হচ্ছে এই মাধ্যমে। সুতরাং সাইবার নিরাপত্তা এখন মানবাধিকার রক্ষার মৌলিক কাজ। তবে এর অপপ্রয়োগ হচ্ছে।