ইউপি নির্বাচন নিয়ে দুর্বিষহ অবস্থায় আওয়ামী লীগ ওবায়দুল কাদের

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগ দুর্বিষহ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

একে-অপরকে রাজাকার বানাচ্ছে

ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন না পেলেই একে-অপরকে রাজাকার বা রাজাকারপুত্র বানাতে ব্যস্ত দলীয় নেতাকর্মীরা। এরপরও কিছু সত্য ঘটনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা বাংলাদেশ চায় না, আসন্ন নির্বাচন সামনে রেখে তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তারা আবারও আগুন সন্ত্রাসের পরিকল্পনা করছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

ইউপি নির্বাচন নিয়ে দুর্বিষহ অবস্থায় আওয়ামী লীগ ওবায়দুল কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগ দুর্বিষহ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

একে-অপরকে রাজাকার বানাচ্ছে

ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন না পেলেই একে-অপরকে রাজাকার বা রাজাকারপুত্র বানাতে ব্যস্ত দলীয় নেতাকর্মীরা। এরপরও কিছু সত্য ঘটনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যারা বাংলাদেশ চায় না, আসন্ন নির্বাচন সামনে রেখে তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তারা আবারও আগুন সন্ত্রাসের পরিকল্পনা করছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।