আর খেলবেন না ক্রিস মরিস

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যেন হঠাৎ দুর্যোগের ঘনঘটা। মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়দের বিপক্ষে টসের কিছুক্ষণ আগে কুইন্টন ডি কক দল হতে নিজের নাম সরিয়ে নেন। এই ঘটনা নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ডি কক কা-ের রেশ কাটতে না কাটতেই আজ পেসার ক্রিস মরিস জানান, দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলবেন না তিনি।

অবসরের ঘোষণা না দিলেও দক্ষিণ আফ্রিকার হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না ক্রিস মরিসকে। এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আচরণ নিয়েও মুখ খুলেছেন তিনি।

১৪তম আইপিএল আসরের সবচেয়ে দামি এই ক্রিকেটার বলেন, ‘বোর্ডের কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। ক্রিকেট বোর্ড আমার এবং ফাফ ডু প্লেসিস, ইমরান তাহিরের সঙ্গে যে কাজ করেছে তা তাদের ভাবা উচিত।’

মরিস এখন ঘরোয়া ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করতে চান।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের পর ৪টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৩টি টি-২০ ম্যাচ খেলেছেন মরিস। তিন ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৯১২ রান ও ৯৪টি উইকেট রয়েছে সব দেশের টি-২০ ক্রিকেট দাপিয়ে বেড়ানো এই ক্রিকেটারের।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

আর খেলবেন না ক্রিস মরিস

সংবাদ স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যেন হঠাৎ দুর্যোগের ঘনঘটা। মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়দের বিপক্ষে টসের কিছুক্ষণ আগে কুইন্টন ডি কক দল হতে নিজের নাম সরিয়ে নেন। এই ঘটনা নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ডি কক কা-ের রেশ কাটতে না কাটতেই আজ পেসার ক্রিস মরিস জানান, দক্ষিণ আফ্রিকার হয়ে আর খেলবেন না তিনি।

অবসরের ঘোষণা না দিলেও দক্ষিণ আফ্রিকার হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না ক্রিস মরিসকে। এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আচরণ নিয়েও মুখ খুলেছেন তিনি।

১৪তম আইপিএল আসরের সবচেয়ে দামি এই ক্রিকেটার বলেন, ‘বোর্ডের কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। ক্রিকেট বোর্ড আমার এবং ফাফ ডু প্লেসিস, ইমরান তাহিরের সঙ্গে যে কাজ করেছে তা তাদের ভাবা উচিত।’

মরিস এখন ঘরোয়া ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করতে চান।

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের পর ৪টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৩টি টি-২০ ম্যাচ খেলেছেন মরিস। তিন ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৯১২ রান ও ৯৪টি উইকেট রয়েছে সব দেশের টি-২০ ক্রিকেট দাপিয়ে বেড়ানো এই ক্রিকেটারের।