কুয়েতের কাছে বাংলাদেশের হার

এশিয়ান কাপ বাছাইপর্বে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। বুধবার উজবেকিস্তানের জার স্টেডিয়ামে শক্তিধর কুয়েতের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়েন মারুফুল হকের শিষ্যরা। প্রত্যাশা ছিল শক্তিধর কুয়েতের বিপক্ষে ভালো কিছু করার। যদিও বড় ব্যবধানে হারতে হয়নি। তবে একবারও কুয়েতের জালে বল জড়াতে পারেননি ফাহিম, বাদশারা। ১৮ মিনিটে পেনাল্টি পেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি কুয়েত। পেনাল্টি শট আটকে দেন বাংলাদেশের গোলকিপার পাপ্পু হোসেন। তবে পরের মিনিটেই বাংলাদেশের রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচে লিড নেয় কুয়েত। গোলটি করেন কুয়েতের ইউসুফ আল রাশেদী (১-০)। শেষ পর্যন্ত এক গোলের হারে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়ে এএফসি কাপের বাছাইপর্বের মিশন শুরু করেছে বাংলাদেশ।

৩০ অক্টোবর স্বাগতিক উজবেকিস্তান এবং ২ নভেম্বর সৌদী আরবের বিপক্ষে গ্রুপে নিজেদের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১২ কার্তিক ১৪২৮ ২০ রবিউল আউয়াল ১৪৪৩

এশিয়ান কাপ বাছাই

কুয়েতের কাছে বাংলাদেশের হার

ক্রীড়া বার্তা পরিবেশক

এশিয়ান কাপ বাছাইপর্বে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের। বুধবার উজবেকিস্তানের জার স্টেডিয়ামে শক্তিধর কুয়েতের কাছে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়েন মারুফুল হকের শিষ্যরা। প্রত্যাশা ছিল শক্তিধর কুয়েতের বিপক্ষে ভালো কিছু করার। যদিও বড় ব্যবধানে হারতে হয়নি। তবে একবারও কুয়েতের জালে বল জড়াতে পারেননি ফাহিম, বাদশারা। ১৮ মিনিটে পেনাল্টি পেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি কুয়েত। পেনাল্টি শট আটকে দেন বাংলাদেশের গোলকিপার পাপ্পু হোসেন। তবে পরের মিনিটেই বাংলাদেশের রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচে লিড নেয় কুয়েত। গোলটি করেন কুয়েতের ইউসুফ আল রাশেদী (১-০)। শেষ পর্যন্ত এক গোলের হারে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়ে এএফসি কাপের বাছাইপর্বের মিশন শুরু করেছে বাংলাদেশ।

৩০ অক্টোবর স্বাগতিক উজবেকিস্তান এবং ২ নভেম্বর সৌদী আরবের বিপক্ষে গ্রুপে নিজেদের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।