কক্সবাজারে সাবেক ছাত্রলীগ নেতাসহ গুলিবিদ্ধ ২

কক্সবাজার শহরের সুগন্ধায় সাবেক ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে। দুর্বৃত্তরা মোনাফকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছন কর্তব্যরত চিকিৎসক।

বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সুগন্ধায় ভ্রাম্যমাণ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, শহরের পেশকার পাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে মোনাফ সিকদার (৩২) ও কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২২)। আহত মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান শহর যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন রনি বলেন, মোটর সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে একজন যুবক তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এছাড়াও আশপাশে কয়েক রাউন্ড গুলি চালায় সে। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামরা চেক করলে তাকে চিহ্নিত করা যাবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতার করতে মাঠে নেমেছে পুলিশ।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ , ১৩ কার্তিক ১৪২৮ ২১ রবিউল আউয়াল ১৪৪৩

কক্সবাজারে সাবেক ছাত্রলীগ নেতাসহ গুলিবিদ্ধ ২

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার শহরের সুগন্ধায় সাবেক ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে। দুর্বৃত্তরা মোনাফকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছন কর্তব্যরত চিকিৎসক।

বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সুগন্ধায় ভ্রাম্যমাণ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, শহরের পেশকার পাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে মোনাফ সিকদার (৩২) ও কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ছনখোলা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২২)। আহত মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান শহর যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন রনি বলেন, মোটর সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে একজন যুবক তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এছাড়াও আশপাশে কয়েক রাউন্ড গুলি চালায় সে। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামরা চেক করলে তাকে চিহ্নিত করা যাবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতার করতে মাঠে নেমেছে পুলিশ।