‘গত ৫০ বছরে চবিতে প্রশ্ন ফাঁসের রেকর্ড নেই’

গত ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড নেই বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। গত বুধবার সকাল ১১টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ‘বি’ ইউনিটের প্রথম শিফট ভর্তি পরীক্ষা পরিদর্শনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

চবি উপাচার্য শিরীণ আখতার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষকরা কঠোর পরিশ্রম করছেন। গত ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড নেই। এটা আমাদের নিচ্ছিদ্র আয়োজন। প্রশ্নপত্র মান নিয়েও প্রশ্ন করার কোন অসুবিধা নেই। এগুলো অনেক আগে থেকে কাজ হচ্ছে। গবেষণা করে ডিন, শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। এখানে আমরা কোন দুশ্চিন্তা করছি না। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্দ্বিধায় ভর্তি পরীক্ষা দিতে পারবে। কোন অনিয়ম চোখে পড়লে বা অসুবিধায় পড়লে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে। যেকোন সহযোগিতা দিতে প্রস্তুত তারা।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ , ১৩ কার্তিক ১৪২৮ ২১ রবিউল আউয়াল ১৪৪৩

‘গত ৫০ বছরে চবিতে প্রশ্ন ফাঁসের রেকর্ড নেই’

চট্টগ্রাম ব্যুরো

গত ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড নেই বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। গত বুধবার সকাল ১১টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ‘বি’ ইউনিটের প্রথম শিফট ভর্তি পরীক্ষা পরিদর্শনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

চবি উপাচার্য শিরীণ আখতার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষকরা কঠোর পরিশ্রম করছেন। গত ৫০ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড নেই। এটা আমাদের নিচ্ছিদ্র আয়োজন। প্রশ্নপত্র মান নিয়েও প্রশ্ন করার কোন অসুবিধা নেই। এগুলো অনেক আগে থেকে কাজ হচ্ছে। গবেষণা করে ডিন, শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। এখানে আমরা কোন দুশ্চিন্তা করছি না। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্দ্বিধায় ভর্তি পরীক্ষা দিতে পারবে। কোন অনিয়ম চোখে পড়লে বা অসুবিধায় পড়লে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে। যেকোন সহযোগিতা দিতে প্রস্তুত তারা।