ভোলা শহরে ৪০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

ভোলায় জেলা শহরের পৌর ৮নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে রহিমা ভিলার দ্বিতীয় তলায় গত বুধবার ভোর রাতে জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চক্রটি প্রভাবশালী ব্যবসায়ী ইকবাল হোসেনের ঘরের আলমারিতে থাকা ৪০ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় দুই লক্ষাধিক টাকা ও দামী তিনটি আইফোন সেট নিয়ে গেছে। ইকবাল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার বলেন, প্রতি রাতের ন্যায় গত মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়েন। গত বুধবার সকালে ঘুম থেকে ওঠে গ্রীল কাটা ও আলমিরা ভাঙা ও ঘরের ভেতর এলোমেলো অবস্থা দেখতে পান। খবর পেয়ে ভোলা থানার পুলিশ পরির্দশন করেন। ভোলা সদর থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, ঠিকাদার ইকবাল হোসেনের বাসায় চুরির ঘটনাটি শোনার পর পুলিশ তাৎক্ষণিক ছুটে যায়। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে সংঘবদ্ধ চক্রকে ধরার চেষ্টা চালানো হয় বলেও জানান তিািন। ঠিকাদার ইকবাল জানান, মানুষের নিরাপত্তা কমে যাচ্ছে । পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। ওই বাড়ির নিচ তলায় রয়েছে পরিবেশ অধিপ্তরের অফিস। এমন ঘটনায় বাড়ির নিরাপত্তা নিয়ে আতঙ্ক প্রকাশ করেন নাসরিন বেগম ।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ , ১৩ কার্তিক ১৪২৮ ২১ রবিউল আউয়াল ১৪৪৩

ভোলা শহরে ৪০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

জেলা বার্তা পরিবেশক, ভোলা

ভোলায় জেলা শহরের পৌর ৮নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে রহিমা ভিলার দ্বিতীয় তলায় গত বুধবার ভোর রাতে জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চক্রটি প্রভাবশালী ব্যবসায়ী ইকবাল হোসেনের ঘরের আলমারিতে থাকা ৪০ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় দুই লক্ষাধিক টাকা ও দামী তিনটি আইফোন সেট নিয়ে গেছে। ইকবাল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার বলেন, প্রতি রাতের ন্যায় গত মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়েন। গত বুধবার সকালে ঘুম থেকে ওঠে গ্রীল কাটা ও আলমিরা ভাঙা ও ঘরের ভেতর এলোমেলো অবস্থা দেখতে পান। খবর পেয়ে ভোলা থানার পুলিশ পরির্দশন করেন। ভোলা সদর থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, ঠিকাদার ইকবাল হোসেনের বাসায় চুরির ঘটনাটি শোনার পর পুলিশ তাৎক্ষণিক ছুটে যায়। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে সংঘবদ্ধ চক্রকে ধরার চেষ্টা চালানো হয় বলেও জানান তিািন। ঠিকাদার ইকবাল জানান, মানুষের নিরাপত্তা কমে যাচ্ছে । পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। ওই বাড়ির নিচ তলায় রয়েছে পরিবেশ অধিপ্তরের অফিস। এমন ঘটনায় বাড়ির নিরাপত্তা নিয়ে আতঙ্ক প্রকাশ করেন নাসরিন বেগম ।