১৪ শিক্ষার্থীর চুল কর্তন তদন্তে ইউজিসি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনার তদন্ত শুরু করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি। গত বুধবার সকালে ইউজিসি’র ৩ সদস্যের তদন্ত দল শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে এ তদন্ত কাজ শুরু করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনূর রহমান ও সিনিয়র সহকারী পরিচালক ইউসুফ হিরা। তদন্ত চলাকালে কমিটির প্রধান ইউজিসি’র সদস্য ড. দিল আফরোজ ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এদিন সকাল ১০টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবু জাফর জানান, ইউজিসি’র তদন্ত দল ভুক্তভোগী ১৪ শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব দেয়া ৪ শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ৩ শিক্ষক, আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষার্থী নাজমুল হোসেন, শামীম হোসেন ও আবিদ হোসেন ও ৫ কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য গ্রহণ করেন। অন্যদিকে এ ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান রবীন্দ্র অধ্যয়ন বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, ইউজিসি’র তদন্ত কমিটি তাদের সঙ্গে কথা বলেছেন এবং অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বক্তব্য নিয়েছেন।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ , ১৩ কার্তিক ১৪২৮ ২১ রবিউল আউয়াল ১৪৪৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

১৪ শিক্ষার্থীর চুল কর্তন তদন্তে ইউজিসি

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনার তদন্ত শুরু করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি। গত বুধবার সকালে ইউজিসি’র ৩ সদস্যের তদন্ত দল শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে এ তদন্ত কাজ শুরু করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনূর রহমান ও সিনিয়র সহকারী পরিচালক ইউসুফ হিরা। তদন্ত চলাকালে কমিটির প্রধান ইউজিসি’র সদস্য ড. দিল আফরোজ ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এদিন সকাল ১০টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবু জাফর জানান, ইউজিসি’র তদন্ত দল ভুক্তভোগী ১৪ শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব দেয়া ৪ শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ৩ শিক্ষক, আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষার্থী নাজমুল হোসেন, শামীম হোসেন ও আবিদ হোসেন ও ৫ কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য গ্রহণ করেন। অন্যদিকে এ ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান রবীন্দ্র অধ্যয়ন বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল জানান, ইউজিসি’র তদন্ত কমিটি তাদের সঙ্গে কথা বলেছেন এবং অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বক্তব্য নিয়েছেন।