স্বল্প সক্ষমতার উদ্ধারকারী যান ফেরি উদ্ধারে কাজে আসছে না

দীর্ঘ আটত্রিশ ঘণ্টা পার হয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি পাটুরিয়া ঘাটে অসাবধানতায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ। অল্প সক্ষমতার উদ্ধারকারী যান ও কর্তৃপক্ষের শত চেষ্টাও কোন কাজে আসছে না ফেরিটি উদ্ধারে। উদ্ধারকারী কর্তৃপক্ষ বলছেন, নৌযান উদ্ধারকারী জাহাজ হামজার ভার উত্তোলন সক্ষমতার চেয়ে ফেরিটির ওজন বেড়ে গেছে বহুগুণ বেশি। তাই এই জাহাজটি দিয়ে ফেরিটি উদ্ধারে তেমন সুবিধা করা যাচ্ছে না।

তবে গতকাল দুপুরের দিকে আরও চারটি ট্রাক উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে। এখনও উদ্ধার অভিযান চলমান আছে। উদ্ধার অভিযানে যোগ দেয়ার জন্য বিআইডব্লিউটিসির আরও একটি উদ্ধারকারী প্রত্যয় নামের জাহাজ পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে। প্রত্যয় শুক্রবার সকালের দিকে পাটুরিয়ায় এসে পৌঁছলে উদ্ধার অভিযানে আরও গতি আসবে বলেও সূত্রটি জানিয়েছেন। প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজটি এখন কোথায় আছে তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর পাটুরিয়ার ০৫নং ফেরিঘাটে গাড়ি আনলোড করার সময় ফেরিতে অতিরিক্ত পানি উঠায় এবং পন্টুনের সঙ্গে ফেরির বন্ধন না থাকার কারণে ঘাটেই আমানত শাহ নামের ফেরিটি উল্টে ডুবে যায়। এ সময় ফেরিতে থাকা কাভার্ড ভ্যানসহ ১৫টি ট্রাক ও ১৪টি মোটরসাইকেল এবং দুইটি প্রাইভেট কারও ফেরির সঙ্গে নদীতে ডুবে যায়। আমানত শাহ ফেরিটি ডুবে যাওয়ার আগে মাত্র দুইটি ট্রাক পাটুরিয়া ঘাটে নামতে পেরেছিল। অন্যান্য গাড়িসহ ফেরিটি ঘাটেই কাত হয়ে ডুবে যায়। তাড়াহুড়ো না করে সামান্য সতর্ক হয়ে সাবধানতা অবলম্বন করলে এই দুর্ঘটনা সামাল দেয়া যেত বলে অনেকেই মন্তব্য করেছেন।

জানা গেছে, গত ২৭ অক্টোবর সকাল নয়টায় দৌলতদিয়া ফেরিঘাট থেকে ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ কিছু যাত্রী লোড করে আমানত শাহ নামের ফেরিটি পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল সাড়ে নয়টায় পাটুরিয়া ঘাটে ভিড়ে। মাঝনদীতেই ফেরিতে পানি উঠতে থাকায় ফেরির গতি বাড়িয়ে অতিদ্রুত পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে ভিড়ে যায় ফেরিটি। তাড়াহুড়োর সময় পানির অতিরিক্ত চাপে পুরাতন ফেরিটির তলা ফেটে তীব্র গতিতে পানি উঠতে থাকে। এমন অবস্থায় ফেরিটি পন্টুনের সঙ্গে সঠিকভাবে না আটকিয়েই ট্রাক আনলোড করতে থাকে।

অতি তাড়াহুড়োর সময় ফেরি কর্তৃপক্ষ ফেরিটি পন্টুনের সঙ্গে বাঁধতেই ভুলে যায়। এতে মাত্র দুইটি ট্রাক ফেরির পূর্ব দিক থেকে নামলেই ফেরিটি পশ্চিম দিকে ভারি হয়ে যায় এবং পশ্চিম দিকেই কাত হয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় ফেরিটিতে থাকা ট্রাকগুলো একটি আরেকটির উপর ছিটকে পরতে পরতে পানিতে তলিয়ে যায়। এ সময় ফেরিতে পনেরটি ট্রাক, দুইটি প্রাইভেটকার ও চৌদ্দটি মোটরসাইকেল এবং কিছু যাত্রী ছিল। খবর পেয়ে ফায়ার সার্র্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা পাটুরিয়া ঘাটে পৌঁছান এবং এখন পর্যন্ত ঘাটে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ ও পনেরটি ট্রাক, দুইটি প্রাইভেটকার ও চোদ্দটি মোটরসাইকেলের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুইদিনে নয়টি ট্রাক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছেন ।

অপরদিকে পাটুরিয়া ঘাটে ইতিহাসের বিরল ঘটনা ফেরিডুবি দেখার জন্য বৃহস্পতিবারও দূরদূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসছেন পাটুরিয়া ঘাটে। বুধবার সকাল থেকে এই পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় কয়েক হাজার মানুষ ভিড় করেছেন। কৌতুহলী মানুষের ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আজকেও উৎসুক মানুষের ভিড় সামাল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে হিমশিম খেতে দেখা গেছে।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ , ১৩ কার্তিক ১৪২৮ ২১ রবিউল আউয়াল ১৪৪৩

স্বল্প সক্ষমতার উদ্ধারকারী যান ফেরি উদ্ধারে কাজে আসছে না

প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

image

দীর্ঘ আটত্রিশ ঘণ্টা পার হয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি পাটুরিয়া ঘাটে অসাবধানতায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহ। অল্প সক্ষমতার উদ্ধারকারী যান ও কর্তৃপক্ষের শত চেষ্টাও কোন কাজে আসছে না ফেরিটি উদ্ধারে। উদ্ধারকারী কর্তৃপক্ষ বলছেন, নৌযান উদ্ধারকারী জাহাজ হামজার ভার উত্তোলন সক্ষমতার চেয়ে ফেরিটির ওজন বেড়ে গেছে বহুগুণ বেশি। তাই এই জাহাজটি দিয়ে ফেরিটি উদ্ধারে তেমন সুবিধা করা যাচ্ছে না।

তবে গতকাল দুপুরের দিকে আরও চারটি ট্রাক উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে। এখনও উদ্ধার অভিযান চলমান আছে। উদ্ধার অভিযানে যোগ দেয়ার জন্য বিআইডব্লিউটিসির আরও একটি উদ্ধারকারী প্রত্যয় নামের জাহাজ পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে। প্রত্যয় শুক্রবার সকালের দিকে পাটুরিয়ায় এসে পৌঁছলে উদ্ধার অভিযানে আরও গতি আসবে বলেও সূত্রটি জানিয়েছেন। প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজটি এখন কোথায় আছে তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর পাটুরিয়ার ০৫নং ফেরিঘাটে গাড়ি আনলোড করার সময় ফেরিতে অতিরিক্ত পানি উঠায় এবং পন্টুনের সঙ্গে ফেরির বন্ধন না থাকার কারণে ঘাটেই আমানত শাহ নামের ফেরিটি উল্টে ডুবে যায়। এ সময় ফেরিতে থাকা কাভার্ড ভ্যানসহ ১৫টি ট্রাক ও ১৪টি মোটরসাইকেল এবং দুইটি প্রাইভেট কারও ফেরির সঙ্গে নদীতে ডুবে যায়। আমানত শাহ ফেরিটি ডুবে যাওয়ার আগে মাত্র দুইটি ট্রাক পাটুরিয়া ঘাটে নামতে পেরেছিল। অন্যান্য গাড়িসহ ফেরিটি ঘাটেই কাত হয়ে ডুবে যায়। তাড়াহুড়ো না করে সামান্য সতর্ক হয়ে সাবধানতা অবলম্বন করলে এই দুর্ঘটনা সামাল দেয়া যেত বলে অনেকেই মন্তব্য করেছেন।

জানা গেছে, গত ২৭ অক্টোবর সকাল নয়টায় দৌলতদিয়া ফেরিঘাট থেকে ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ কিছু যাত্রী লোড করে আমানত শাহ নামের ফেরিটি পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল সাড়ে নয়টায় পাটুরিয়া ঘাটে ভিড়ে। মাঝনদীতেই ফেরিতে পানি উঠতে থাকায় ফেরির গতি বাড়িয়ে অতিদ্রুত পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে ভিড়ে যায় ফেরিটি। তাড়াহুড়োর সময় পানির অতিরিক্ত চাপে পুরাতন ফেরিটির তলা ফেটে তীব্র গতিতে পানি উঠতে থাকে। এমন অবস্থায় ফেরিটি পন্টুনের সঙ্গে সঠিকভাবে না আটকিয়েই ট্রাক আনলোড করতে থাকে।

অতি তাড়াহুড়োর সময় ফেরি কর্তৃপক্ষ ফেরিটি পন্টুনের সঙ্গে বাঁধতেই ভুলে যায়। এতে মাত্র দুইটি ট্রাক ফেরির পূর্ব দিক থেকে নামলেই ফেরিটি পশ্চিম দিকে ভারি হয়ে যায় এবং পশ্চিম দিকেই কাত হয়ে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় ফেরিটিতে থাকা ট্রাকগুলো একটি আরেকটির উপর ছিটকে পরতে পরতে পানিতে তলিয়ে যায়। এ সময় ফেরিতে পনেরটি ট্রাক, দুইটি প্রাইভেটকার ও চৌদ্দটি মোটরসাইকেল এবং কিছু যাত্রী ছিল। খবর পেয়ে ফায়ার সার্র্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা পাটুরিয়া ঘাটে পৌঁছান এবং এখন পর্যন্ত ঘাটে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ ও পনেরটি ট্রাক, দুইটি প্রাইভেটকার ও চোদ্দটি মোটরসাইকেলের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুইদিনে নয়টি ট্রাক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছেন ।

অপরদিকে পাটুরিয়া ঘাটে ইতিহাসের বিরল ঘটনা ফেরিডুবি দেখার জন্য বৃহস্পতিবারও দূরদূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসছেন পাটুরিয়া ঘাটে। বুধবার সকাল থেকে এই পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় কয়েক হাজার মানুষ ভিড় করেছেন। কৌতুহলী মানুষের ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আজকেও উৎসুক মানুষের ভিড় সামাল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে হিমশিম খেতে দেখা গেছে।