বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গত বৃহস্পতিবার বিকালে ভাতিজাদের কিলঘুষিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, উপজেলার মথুরাপুর গ্রামের জামাল উদ্দিন সরকার (৬২) ও তার ভাইয়ের ছেলেদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। উঠোনের মাঝ দিয়ে সীমানা নির্ধারণ করা নিয়ে জামাল উদ্দিনের বড় ভাই মৃত জব্বারের ছেলেদের সঙ্গে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বচসা বাধে। কথাকাটাকাটির একপর্যায়ে ৪ ভাতিজার সঙ্গে চাচার ধাক্কাধাক্কি হয়। ভাতিজাদের কিলঘুষিতে জামাল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় পুলিশ হোসেন আলী (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে।
অপরদিকে জেলার সারিয়াকান্দিতে ছাগলে মরিচের ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষের মারপিটে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সাহেব আলী ফকির (৪৪) উপজেলার বোহাইল ইউনিয়নের দক্ষিণ শংকুরপুর চরের লোকমান আলী ফকিরের ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার বোহাইল ইউনিয়নের দক্ষিণ শংকুরপুর চরে ছাগলে মরিচের ক্ষেত খাওয়া নিয়ে সাহেব আলীর সাথে তার ভায়রার ছেলে মোমিন মন্ডলের তর্কবিতর্কের একপর্যায়ে মারপিটে সাহেব আলী গুরুতর আহত হন। তাকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে গত বুধবার রাত ৮টার দিকে ঢাকায় নেয়ার পথে মারা যান।
গত বৃহস্পতিবার সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩
প্রতিনিধি, বগুড়া
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গত বৃহস্পতিবার বিকালে ভাতিজাদের কিলঘুষিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, উপজেলার মথুরাপুর গ্রামের জামাল উদ্দিন সরকার (৬২) ও তার ভাইয়ের ছেলেদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। উঠোনের মাঝ দিয়ে সীমানা নির্ধারণ করা নিয়ে জামাল উদ্দিনের বড় ভাই মৃত জব্বারের ছেলেদের সঙ্গে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বচসা বাধে। কথাকাটাকাটির একপর্যায়ে ৪ ভাতিজার সঙ্গে চাচার ধাক্কাধাক্কি হয়। ভাতিজাদের কিলঘুষিতে জামাল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় পুলিশ হোসেন আলী (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে।
অপরদিকে জেলার সারিয়াকান্দিতে ছাগলে মরিচের ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষের মারপিটে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সাহেব আলী ফকির (৪৪) উপজেলার বোহাইল ইউনিয়নের দক্ষিণ শংকুরপুর চরের লোকমান আলী ফকিরের ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার বোহাইল ইউনিয়নের দক্ষিণ শংকুরপুর চরে ছাগলে মরিচের ক্ষেত খাওয়া নিয়ে সাহেব আলীর সাথে তার ভায়রার ছেলে মোমিন মন্ডলের তর্কবিতর্কের একপর্যায়ে মারপিটে সাহেব আলী গুরুতর আহত হন। তাকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে গত বুধবার রাত ৮টার দিকে ঢাকায় নেয়ার পথে মারা যান।
গত বৃহস্পতিবার সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।