বেলাবতে জমিদাতার কবরস্থানে স্কুলের শৌচাগার

নরসিংদীর বেলাব উপজেলায় প্রতিষ্ঠাতা ও জমিদাতা পরিবারের কবরস্থান ভেঙে বিদ্যালয়ের টয়লেট বানানোর অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মহিউদ্দিন চেয়ারম্যানের দান করা জমির উপর বিদ্যালয়টি স্থাপন করা হয়। মহিউদ্দিন এখন মৃত। ভে-ার পরিবারখ্যাত এ পরিবারের দান করা জমিতে এলাকায় আরো ২টি প্রাথমিক বিদ্যালয়, কাশিমনগর উচ্চ বিদ্যালয় এবং কাশিমনগর স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। দাতা পরিবারের সদস্যরা বলেন, আমরা জমি দানের পরও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের চক্ষুশূল। আমাদের কিছু না জানিয়ে পারিবারিক কবরস্থান ভেঙে ফেলেছেন। তার উপর আবার টয়লেটও নির্মাণ করেছেন। এ ব্যাপারে প্রতিকার চাইলে তিনি এড়িয়ে যাচ্ছেন। জমিদাতা হয়েও আমরা বিদ্যালয়ের কোন কার্যক্রমে জড়িত নই। আমাদের কোনদিনও মূল্যায়ন করা হয়নি। মহিউদ্দিন চেয়ারম্যানের নাতি দেলোয়ার হোসেন বলেন, আমাদেরকে না জানিয়ে বারবার যা খুশি তাই করছেন বর্তমান প্রধান শিক্ষক। মনে হচ্ছে উনি জমি দখলের নেশায় ব্যস্ত। এ ব্যাপারে কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবাইয়াত হোসেন বলেন, বিষয়টি মীমাংসিত এবং সবার সম্মতিক্রমে রেজুলেশন করে তা করা হয়েছে।

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ , ১৪ কার্তিক ১৪২৮ ২২ রবিউল আউয়াল ১৪৪৩

বেলাবতে জমিদাতার কবরস্থানে স্কুলের শৌচাগার

প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

নরসিংদীর বেলাব উপজেলায় প্রতিষ্ঠাতা ও জমিদাতা পরিবারের কবরস্থান ভেঙে বিদ্যালয়ের টয়লেট বানানোর অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মহিউদ্দিন চেয়ারম্যানের দান করা জমির উপর বিদ্যালয়টি স্থাপন করা হয়। মহিউদ্দিন এখন মৃত। ভে-ার পরিবারখ্যাত এ পরিবারের দান করা জমিতে এলাকায় আরো ২টি প্রাথমিক বিদ্যালয়, কাশিমনগর উচ্চ বিদ্যালয় এবং কাশিমনগর স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। দাতা পরিবারের সদস্যরা বলেন, আমরা জমি দানের পরও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের চক্ষুশূল। আমাদের কিছু না জানিয়ে পারিবারিক কবরস্থান ভেঙে ফেলেছেন। তার উপর আবার টয়লেটও নির্মাণ করেছেন। এ ব্যাপারে প্রতিকার চাইলে তিনি এড়িয়ে যাচ্ছেন। জমিদাতা হয়েও আমরা বিদ্যালয়ের কোন কার্যক্রমে জড়িত নই। আমাদের কোনদিনও মূল্যায়ন করা হয়নি। মহিউদ্দিন চেয়ারম্যানের নাতি দেলোয়ার হোসেন বলেন, আমাদেরকে না জানিয়ে বারবার যা খুশি তাই করছেন বর্তমান প্রধান শিক্ষক। মনে হচ্ছে উনি জমি দখলের নেশায় ব্যস্ত। এ ব্যাপারে কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবাইয়াত হোসেন বলেন, বিষয়টি মীমাংসিত এবং সবার সম্মতিক্রমে রেজুলেশন করে তা করা হয়েছে।